গ্রাহকদের 99 টাকা ফিরিয়ে দিল Vodafone Idea, কিন্তু কেন?

সম্প্রতি ইন্টারন্যাশনাল রোমিং ভুল টাকা কাটার অভিযোগ উঠেছিল Vodafone Idea’র বিরূদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে গ্রাহকরা সোচ্চার হতেই সেই সব গ্রাহককে 99 টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানিটি।

গ্রাহকদের 99 টাকা ফিরিয়ে দিল Vodafone Idea, কিন্তু কেন?
বিজ্ঞাপন

সম্প্রতি ইন্টারন্যাশনাল রোমিং ভুল টাকা কাটার অভিযোগ উঠেছিল Vodafone Idea'র বিরূদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে গ্রাহকরা সোচ্চার হতেই সেই সব গ্রাহককে 99 টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে প্রযুক্তিগত সমস্যার জন্যই ভুল করে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়েছে।

সম্প্রতি কিছু গ্রাহক ইন্টারন্যাশানাল রোমিং প্যাক চালু না করলেও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছিল Vodafone Idea। এর পরেই টুইটারে এই বিষয়ে আওওয়াজ তোলেন গ্রাহকরা। চাপে পরে গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয় সংস্থটি।

সম্প্রতি প্রিপেড গ্রাহকদের জন্য 251 টাকা ডেটা প্যাক নিয়ে এসেছে Vodafone Idea। সম্প্রতি দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সংস্থাটি। এই প্যাকে বেস প্ল্যানের উপরে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। নতুন ডেটা প্যাকের ভ্যালিডিটি 30 দিন।

এছাড়াও সম্প্রতি 98 টাকা প্যাকে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে Vodafone Idea। এবার থেকে 98 টাকা রিচার্জে 12GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone Idea প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। যদিও 98 টাকা প্ল্যানে কোন ভয়েস কল অথবা এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে না।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে 98 টাকা রিচার্জ করলে দ্বিগুণ ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থকে রিচার্জ করলেও একই সুবিধা মিলছে।

আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone Idea গ্রাগকরা এই সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, মুম্বই এবং উত্তর প্রদেশ (ইউপি) পূর্ব সার্কেলের গ্রাহকরা আপাতত 98 টাকা রিচার্জে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google-এর সবথেকে সস্তা ফোনে মিলছে 18,000 টাকা ছাড়, কোথায় পাবেন দেখুন
  2. নতুন বছরের আগে বাম্পার অফার, দুর্দান্ত মিড-রেঞ্জ Samsung ফোনে 17,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  3. 12,000mAh ব্যাটারির Redmi ট্যাবের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, লঞ্চ হচ্ছে জানুয়ারিতে
  4. WhatsApp বছরের শেষ আপডেট আনল, এবার চ্যাট এবং ভিডিও কল হবে মজাদার
  5. নতুন বাজেট ফোন Poco M8 5G ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, কেমন ফিচার্স থাকবে জেনে নিন
  6. সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি-ভিডিওর রমরমা বন্ধ করতে কড়া হল কেন্দ্র, নিয়ম না মানলে শাস্তির হুঁশিয়ারি
  7. 9,000mAh ব্যাটারির OnePlus Turbo 6 সিরিজ অবাক করা দামে আসছে, এত সস্তা ভাবতে পেরেছিলেন?
  8. অফার মিস করলে লস, নতুন বছরের আগে OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
  9. 200MP ক্যামেরার Oppo Reno 15 Pro Mini-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস
  10. স্মার্টফোনের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে Realme, শীঘ্রই আসতে পারে 10,001mAh ব্যাটারির মোবাইল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »