4G নেটওয়ার্কের পর এবার 5G-এর সুবিধা প্রদান করতে চলেছে Vodafone Idea

Vi অপারেটর সংস্থাটির কমার্শিয়াল 5G পরিষেবাটি সর্বপ্রথম মুম্বাই শহরে চালু করা হবে

4G নেটওয়ার্কের পর এবার 5G-এর সুবিধা প্রদান করতে চলেছে Vodafone Idea

Photo Credit: Reuters

ভোডাফোন আইডিয়া তৃতীয় আর্থিক ত্রৈমাসিকে 4,000 টিরও বেশি অনন্য ব্রডব্যান্ড টাওয়ার যুক্ত করেছে

হাইলাইট
  • এটি Vi-এর 5G পরিষেবার প্রথম কমার্শিয়াল রোল আউট
  • ডিসেম্বর মাসে কোম্পানি 17টি সার্কেলে 5G অপারেশনগুলি লঞ্চ করেছিল
  • ● Vodafone জানিয়েছে তাদের 4G Population কভারেজ 41 মিলিয়ন বৃদ্ধি পেয়েছ
বিজ্ঞাপন

বিগত মঙ্গলবার Vodafone Idea ভারতে 5G পরিষেবার কমার্শিয়াল রোলআউট করেছে। টেলিকম অপারেটর সংস্থাটি তাদের Q3 2024-2025-এর রিপোর্টে এটির প্ল্যানগুলি প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে যে আসন্ন মার্চ মাসে মুম্বাইতে 5G পরিষেবাটি প্রথম লঞ্চ করা হবে। কোম্পানি এপ্রিল মাসে আরো চারটি শহরে এই পরিষেবাটি বাড়াবে বলে জানিয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে VI প্রথম দেশের মধ্যে 19টি সার্কেলে 5G অপারেশন শুরু করেছিল, কিন্তু সেই সময় এটি কমার্শিয়াল রোল আউট করেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, এয়ারটেল এবং জিও উভয় কোম্পানি 2022 সালে 5G পরিষেবা লঞ্চ করেছিল।

VI 5G পরিষেবা মুম্বাই তে চালু করতে চলেছে:

2024-25 অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের জন্য তাদের ত্রৈমাসিক প্রতিবেদন ঘোষণা করতে গিয়ে, Vi দেশের মধ্যে তাদের কমার্শিয়াল 5G পরিষেবা চালু করার পরিকল্পনা শেয়ার করেছে। মুম্বাইয়ের পর কোম্পানি তাদের পরিষেবাটি 2025 সালের এপ্রিল মাসের মধ্যে ব্যাঙ্গালোর, চন্ডিগড়, দিল্লি এবং পাটনাতে চালু করার পরিকল্পনা করেছে। টেলিকম অপারেটর সংস্থাটি আর কোনো শহরের নাম উল্লেখ করেনি যারা এই পর্যায়ে 5G কভারেজটি পেতে পারে।

কোম্পানির CEO Akshaya Moondra তার বক্তব্যে উল্লেখ করেছে যে, আমরা বিনিয়োগ চালিয়ে যাচ্ছি, এবং আগামী ত্রৈমাসিকগুলোতে মূলধনী ব্যয়ের (Capex) বাস্তবায়নের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি এবং সাথে কিছু মূল ভৌগোলিক অঞ্চলকে লক্ষ্য করেও আমাদের 5G পরিষেবাটির রোলআউট শুরু করা হয়েছে।

5G রোলআউট ছাড়াও Vi-কোম্পানি জানিয়েছে যে, বিগত নয় মাসে তাদের 4G population কাভারেজ বিস্তৃত হারে বেড়েছে। কোম্পানি দাবি করেছে যে, এটি মার্চ 2024 এর মধ্যে 1.03 বিলিয়ন পপুলেশন কভার করেছে এবং 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 41 মিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পেয়ে, 1.07 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছে।

এছাড়াও এই টেলিকম অপারেটরটির 4G সাবস্ক্রাইবার বেস 125.6 মিলিয়ন থেকে FY25 Q3 পর্যন্ত 126 মিলিয়ন পর্যন্ত বেড়েছে। তারা জানিয়েছে যে ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের মোট গ্রাহক সংখ্যা 199.8 মিলিয়ন ছিল, যা আগের অর্থবছরের একই সময়ে 215.2 মিলিয়ন ছিল। ফলে 15.4 মিলিয়ন গ্রাহক হ্রাস পেয়েছে।

এছাড়াও Vi রিপোর্ট করেছে যে, প্রতি ব্যবহারকারী (AEPU) ক্ষেত্রে দ্বিতীয় কোয়ার্টারে 166 থেকে তৃতীয় কোয়ার্টারে 173 টাকা পর্যন্ত তাদের গড় রেভিনিউ , যা মাত্র 4.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এই বৃদ্ধি মূলত ট্যারিফ বৃদ্ধির পাশাপাশি উচ্চমূল্যের প্ল্যান বেছে নেওয়া ব্যবহারকারীদের কারণে হয়েছে।

এছাড়াও এই অপারেটর সংস্থাটি এই কোয়ার্টারে তাদের 4000 একক ব্রডব্র্যান্ডের টাওয়ারগুলির পরিমাণ অনেকাংশে বাড়িয়েছে। কোম্পানি দাবি করেছে যে, একটি একক কোয়ার্টারে মিলিতভাবে এটি তাদের সবচেয়ে বড় বৃদ্ধি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6,000 টাকারও কমে লঞ্চ হল Itel Zeno 20 স্মার্টফোন, সস্তায় পাবেন জমজমাট ফিচার্স
  2. 8,000mAh ব্যাটারির সুপারম্যান স্মার্টফোন আনছে Realme ও OnePlus, পুজোর পরেই লঞ্চ
  3. ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2
  4. 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Note 15 Pro সিরিজ, কত দাম জেনে নিন
  5. Vivo T4 Pro 5G বাজার কাঁপাতে আসছে, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে বিরাট চমক
  6. কমপ্যাক্ট স্মার্টফোনে বাজিমাত করতে চলেছে Xiaomi, ব্যাটারি ও ক্যামেরা ছোঁবে নতুন মাত্রা
  7. Google Pixel 10 সিরিজের চমক, 10,000 টাকা ক্যাশব্যাকের সঙ্গে 19,500 টাকার AI পরিষেবা Free
  8. Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা
  9. স্মার্ট গ্যাজেটের নতুন যুগলবন্দী, Google আনল Pixel Watch 4 ও Pixel Buds 2
  10. Google Pixel 10 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, দাম ও ফিচার্স শুনলে আইফোন ভুলে যাবেন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »