নতুন অলরাউন্ডার প্রিপেড রিচার্জ নিয়ে এল Vodafone। গোটা দেশে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে খরচ হবে 2.5 পয়সা।
নতুন অলরাউন্ডার প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
নতুন অলরাউন্ডার প্রিপেড রিচার্জ নিয়ে এল Vodafone। নতুন 95 টাকা রিচার্জে থাকছে কল ও ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানে 74 টাকা টকটাইম পাওয়া যাবে। গোটা দেশে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে খরচ হবে 2.5 পয়সা। সঙ্গে থাকছে 200MB ডেটা। 95 টাকা প্রিপেড প্ল্যানের বৈধতা 56 দিন। আপাতত মুম্বাই, তামিলনাড়ু, চেন্নাই, কর্ণাটক, কেরালা ও মধ্যপ্রদেশের Vodafone গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।
আগে 95 টাকা অলরাউন্ডার প্যাকের ভ্যালিডিটি ছিল 28 দিন। যদিও এই প্যাকের সঙ্গে 95 টাকা টকটাইম পাওয়া যেত। অউটগোইং ভয়েস কলের খরচ ছিল 1 পয়সা প্রতি সেকেন্ড। সঙ্গে মিলত 500MB ডেটা। সুবিধায় কাটছাঁট করে এই প্ল্যানে 28 দিনের পরিবর্তে 56 দিন ভ্যালিডিটি মিলছে।
অনলাইনে বুক হচ্ছে COVID-19 টেস্ট, বাড়ি বসে এই টেস্টের খরচ জেনে নিন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
95 টাকা অলরাউন্ডার প্যাক ছাড়াও রয়েছে কোম্পানির 49 টাকা ও 79 টাকা অলরাউন্ডার প্যাক। এই দুই প্ল্যানের সঙ্গেই মিলবে 28 দিন ভ্যালিডিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy A57 Design Spotted in Leaked Renders; Might Feature Triple Rear Camera Setup
Google Expands Android Theft Protection With New Security Features