শনিবার থেকে COVID-19 টেস্ট শুরু করেছে Practo। এক বিবৃতিতে বেঙ্গালুরুর কোম্পানিটি জানিয়েছে, Thyrocare এর সঙ্গে হাত মিলিয়ে COVID-19 সনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ (ICMR) এই টেস্টে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে।
“শুরুতে মুম্বাইয়ের বাসিন্দাদের জন্য এই টেস্ট শুরু হচ্ছে। ধীরে ধীরে গোটা দেশে এই টেস্ট শুরু হবে। COVID-19 টেস্টের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। এছাড়াও টেস্টের অনুমতি ফর্মে ডাক্তারের স্বাক্ষর থাকতে হবে। এছাড়াও প্রয়োজন একটি ফটো আইডি।” এক ব্লগ পোস্টে জানিয়েছে কোম্পানিটি।
COVID-19 টেস্টের খরচ 4,500 টাকা। https://www.practo.com/covid-test ও https://covid.thyrocare.com/ ওয়েবসাইট থেকে এই টেস্ট বুক করা যাবে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই নমুনা সংগ্রহ করতে যাবেন। নমুনা সংগ্রহের সময় ICMR এর নির্দেশিকা মেনে সব ধরনের সুরক্ষার দিকে নজর রাখতে হবে। লালার নমুনা একটি ভাইটাল ট্রান্সপোর্ট মিডিয়াম-এ (VTM) ভরে Thyrocare পরীক্ষাগারে পৌঁছে দেওয়া হবে। পরীক্ষার 24-48 ঘণ্টার মধ্যে Practo ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে।
করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এই সেলেব্রিটিরা
Practo-র চিফ হেলথ স্ট্র্যাটিজি অফিসার আলেকজান্ডার কুরুভিলা বলেন, “সংক্রমণ কমাতে আরও বেশি টেস্টিং প্রয়োজন। আরও বেশি মানুষের কাছে এই টেস্ট পৌঁছে দিতে সরকার কাজ করছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আরও বেশি এলাকায় টেস্টিং শুরু করার চেষ্টা চালাচ্ছি। এই কঠিন সময়ে ভারতবাসীর কাছে উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন