বৃহস্পতিবার ভারতে নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে TCL। নতুন TCL C6 আর TCL P8 স্মার্ট টিভিতে 4K প্যানেলের সাথেই থাকছে 30W সাউন্ড আউটপুট। এই টিভিগুলিতে থাকছে অক্টা কোর প্রসেসার, চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। TCL C6 আর TCL P8 স্মার্ট টিভির সাথেই লঞ্চ হয়েছে ব্লুটুথ সাউন্ডবার আর হেডফোন। ALTBalaji, Eros Now, Jio Cinema, Voot সহ একাধিক ভিডিও স্ট্রিমিং সার্ভিসের সাথে হাত মিলিয়ে এই টিভিগুলি নিয়ে এসেছে TCL। কোম্পানি জানিয়েছে এই টিভিগুলি থেকে 950,000 ঘন্টা কনটেন্ট দেখা যাবে।
55 ইঞ্চি ও 65 ইঞ্চি প্যানেলে পাওয়া যাবে TCL C6 আর TCL P8। 85 ইঞ্চি প্যানেলে পাওয়া যাবে TCL P8। দুটি মডেলেই থাকছে 4K প্যানেল আর 30W সাউন্ড। থাকছে 10 পয়েন্ড হোয়াইট ব্যালেন্স আর মাইক্রো ডিমিং টেকনোলজি।
55 ইঞ্চি TCL C6 এর দাম 59,999 টাকা। 65 ইঞ্চি TCL C6 কিনতে 89,990 টাকা খরচ হবে। অন্যদিকে 85 ইঞ্চি TCL P8 এর দাম 1,99,990 টাকা।
TCL C6 আর P8 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। এই টিভিগুলিতে থাকছে কোয়াড কোর প্রসেসার, ডুয়াল কোর GPU আর 16GB ইন্টারনাল স্টোরেজ। থাকছে Wi-Fi 802.11 b/g/n সাপোর্ট। TCL C6 এ থাকছে 2.5GB RAM, আর TCL P8 এ থাকছে 2GB RAM।
Anroid TV সাপোর্ট থাকার কারনে এই দুটি টিভি থেকে Google Play Games, Google Play Movies & TV, YouTube সহ সব ধরনের Google সার্ভিস ব্যবহার করা যাবে। থাকছে Google Assistant ইন্টিগ্রেশান। এছাড়াও টিভির মধ্যেই থাকছে Chromecast।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন