বিশ্বব্যাপী সব গ্রাহক PUBG Mobile 0.12.5 আপডেট ডাউনইলোড করতে পারবেন। এই আপডেটে শুরু হয়েছে PUBG Mobile Season 7। শুক্রবার সকাল 7 টা 30 মিনিট থেকে শুরু হয়েছে নতুন সিজন।
আপডেট পেল PUBG Mobile
PUBG Mobile এ শুরু হল Season 7। একই সাথে শুরু হয়েছে Season 7 Royale Pass। PUBG Mobile 0.12.5 আপডেটের হাত ধরে এই ফিচার পৌঁছেছে। বিশ্বব্যাপী সব PUBG Mobile গ্রাহকের কাছে নতুন সিজন পৌঁছে গিয়েছে। Season 7 এ PUBG Mobile । এছাড়াও যোগ হয়েছে প্যারাস্যুট ট্রেল ফিচার আর নতুন প্লেয়ারের প্রোফাইল কাস্টোমাইজেশান টুল। আর গেমের মধ্যে অডিওতে উন্নতি হয়েছে।
বিশ্বব্যাপী সব গ্রাহক PUBG Mobile 0.12.5 আপডেট ডাউনইলোড করতে পারবেন। এই আপডেটে শুরু হয়েছে PUBG Mobile Season 7। শুক্রবার সকাল 7 টা 30 মিনিট থেকে শুরু হয়েছে নতুন সিজন।
এই আপডেটে PUBG Mobile এ একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। প্রোফাইল কাস্টোমাইজেশানে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। যোগ হয়েছে প্যারাস্যুট ট্রেল ফিচার আর নতুন প্লেয়ারের প্রোফাইল কাস্টোমাইজেশান টুল। আর গেমের মধ্যে অডিওতে উন্নতি হয়েছে। 9 মিমি বুলেটের স্কর্পিয়ন বন্দুক এবার সব ম্যাপে ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Star Wars: Fate of the Old Republic Will Launch Before 2030, Game Director Confirms
Motorola Edge 70 Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Triple Rear Cameras: Price, Specifications