PUBG Mobile এর মতোই Survival Game এও খোলা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে হবে। শেষ যে বেঁচে থাকবেন তিনিই বিজয়ী। ডেভেলপাররা জানিয়েছে ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে এই গেম ডিজাইন করেছে Xiaomi।
Survival Game এর সাইজ 185MB
PUBG –র সাথে প্রতিযোগিতায় অনেক দিন ধরেই নতুন গেম তৈরীর কাজে ব্যাস্ত Xiaomi। অনেক দিন ধরেই এই গেমের বিটা টেস্টিং চলছিল। এবার Mi App Store থেকে ডাউনলোড করা যাচ্ছে Survival Game। Survival Game এর সাইজ 185MB। তবে PUBG Mobile এর প্রতিযোগী হিসাবে লঞ্চ হলেও আদতে অনেকটাই পিছইয়ে রয়েছে এই গেম।
PUBG Mobile এর মতোই Survival Game এও খোলা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে হবে। শেষ যে বেঁচে থাকবেন তিনিই বিজয়ী। ডেভেলপাররা জানিয়েছে ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে এই গেম ডিজাইন করেছে Xiaomi।
![]()
Poco F1 ফোনে Survival Game এর বিটা খেলার সময় এই গেমকে স্কুলের প্রজেঙ্কট মনে হয়েছে আমাদের। অক্টোবর মাসে প্রথম বিটা ভার্সানে লঞ্চ হয়েছিল Survival Game। তখন থেকেই টেস্টিং এর কাজ চলছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters