রিফার্বিশড Xiaomi প্রোডাক্টে ছাড় দিচ্ছে Amazon। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল। সব প্রোডাক্টে 6 মাস ওয়্যারিন্টি দেবে Amazon। এর সাথেই ICICI ব্যাঙ্কের গ্রাহকরা পাবেন অতিরিক্ত 5 শতাংশ ছাড়। Amazon জানিয়েছে প্রতিটি প্রোডাক্ট বিক্রির আগে বিশেষ ভাবে পরীক্ষা করা হয়েছে। সম্পঊর্ণ নতুন ডিভাইসের মতোই কাজ করবে এই প্রোডাক্টগুলি। সব প্রোডাক্টের বাস্কের ভিতরে থাকবে প্রয়োজনীয় অ্যাকসেসারিজ।
আরও পড়ুন: আরও সস্তা হল ভারতে সব থেকে কম দামের Xiaomi স্মার্টফোন
এই সেলে সার্টিফায়েড রিফার্বিশড Redmi 6 Pro (3GB+32GB) কিনতে খরচ হবে 9,899 টাকা। যদিও নতুন ফোন কিনতে খরচ হবে 10,999 টাকা। সার্টিফায়েড রিফার্বিশড Redmi 6 Pro (4GB+64GB) কিনতে খরচ হবে 11,699 টাকা। নতুন ফোনের দাম 12,999 টাকা।
সার্টিফায়েড রিফার্বিশড Mi Max 2 (4GB+64GB) এর দাম 10,949 টাকা। নতুন ফোনের দাম 15,999 টাকা। সার্টিফায়েড রিফার্বিশড Redmi Y2 (4GB+64GB) কিনতে খরচ হবে 10,499 টাকা। নতুন ফোনের দাম 12,999 টাকা।
আরও পড়ুন: এই তিনটি Redmi ফোনে পৌঁছাল MIUI 10 আপডেট
সার্টিফায়েড রিফার্বিশড Mi A1 এর দাম 9,749 টাকা (14,999 টাকা)। অন্যদিকে সম্প্রতি লঞ্চ হওয়া Mi A2 সার্টিফায়েড রিফার্বিশড ভার্সানে কিনতে খরচ হবে 13,949 টাকা (17,499 টাকা)। 7,899 টাকায় পাওয়া যাচ্ছে সার্টিফায়েড রিফার্বিশড Redmi 5 (3GB+32GB)। এই সব ফোনের এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন