অনলাইনে Netflix ও Amzazon Prime Video র মতো প্ল্যাটফর্ম থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে।
অনলাইনে Netflix ও Amzazon Prime Video র মতো প্ল্যাটফর্ম থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে। আগামী 8 ফেব্রুয়ারী প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপ্তি ভি কামেশ্বর রাওয়ের বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
একটি NGO র তরফ থেকে এই পিটিশান ফাইল করা হয়েছে। NGO র হয়ে এই মামলা লড়বেন আইনজীবি হারপ্রীত এস হোড়া। অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্টে নিয়ন্ত্রণ আনতে সওয়াল করবেন তিনি।
অভিযোগকারী জানিয়েছেন অনলাইন প্ল্যাটফর্মগুলিতে অশ্লীল, যৌনসম্পর্কিত, অশ্লীল, অপবিত্র, জঘন্য, ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং অনৈতিক কনটেন্ট দেখানো হয়। এই ধরনের জিনিস দেখিয়ে আরও বেশি মানুষকে আকৃষ্ট করে বেশি মুনাফা লোটার চেষ্টা করছে কোম্পানিগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters