Flipkart Big Bang Diwali Sale চলাকালীন SBI ডেবিট ও ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
Photo Credit: Flipkart
Flipkart Big Bang Diwali Sale 2025 নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বেনিফিট ও ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা দেবে
Flipkart Big Billion Days সেল শেষ হতেই এসে গেল Big Bang Diwali Sale 2025। নাম শুনেই বোঝা যাচ্ছে যে, দীপাবলি উপলক্ষে আরও একটি সেলের আয়োজন করছে ফ্লিপকার্ট। এই নতুন সেল আগামী অক্টোবর 11, শনিবার শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা এক দিন আগে (অক্টোবর 10) সেলের সমস্ত ডিল এবং অফার অ্যাক্সেস করতে পারবে। ই-কমার্স সংস্থাটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সঙ্গে জোট বেঁধে কেনাকাটায় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। ছাড়ের তালিকায় রয়েছে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে ঘরের কাজে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, পোশাক-আশাক, ইত্যাদি।
ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টওয়াচ, এবং ফ্যাশন সামগ্রীতে বিপুল ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, ডেল, অ্যাপল এলজি, সনি, রিয়েলমি, এইচপি, সনি, স্যামসাং, ওয়ানপ্লাসের মতো টপ ব্র্যান্ডের পণ্যে বাম্পার ছাড় মিলবে। এসবিআই (SBI) ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সাধারণ কেনাকাটায় ও EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে।
এছাড়াও, ক্রেতারা নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বেনিফিট, এবং ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা পাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ক্যাশব্যাক ও রিওয়ার্ড মিলবে। UPI পেমেন্ট ও সুপারকয়েন বোনাসের মাধ্যমে আরও সাশ্রয় করা যাবে। বিগ ব্যাং দিওয়ালি সেলের অন্তিম তারিখ এখনও জানা যায়নি, তবে এটি কালীপুজো পর্যন্ত চলবে বলে আশা করা যায়।
এদিকে, ফ্লিপকার্টে এখন ফেস্টিভ ধামাকা সেল চলছে। Samsung Galaxy S24, Apple iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max, Google Pixel 9-এর মতো প্রিমিয়াম স্মার্টফোনে মোটা টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। HDFC ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলছে। ক্রেডিট ও ডেবিট কার্ডে ছাড় ছাড়াও, এক্সচেঞ্জ বোনাস এবং ক্যাশব্যাক অফার থাকছে।
অন্যদিকে, পিছিয়ে নেই অ্যামাজনও৷ আজ থেকে শুরু হয়েছে Amazon Great Indian Festival Diwali Sale। এটি চলবে অক্টোবর 12 পর্যন্ত। এই সেল চলাকালীন অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ও আরবিএল ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় ও 65,000 টাকা পর্যন্ত বোনাস অফার পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately