Republic Day Sale এ মোবাইল ফোন, ল্যাপটপ ও টিভিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। SBI কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়।
20 – 22 জানুয়ারী পর্যন্ত চলবে Flipkart Republic Day Sale
20 জানুয়ারী নতুন সেল নিয়ে আসছে Amazon। হাত গুটিয়ে বসে না থেকে একই দিনে নতুন সেল এর ঘোষণা করল Flipkart। Republic Day Sale এ মোবাইল ফোন, ল্যাপটপ ও টিভিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। SBI কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়। সাথে একাধিক প্রোডাক্টে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার নিয়ে আসছে Flipkart। 20 – 22 জানুয়ারী পর্যন্ত চলবে Flipkart Republic Day Sale।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই দেদার ছাড় নিয়ে এল Amazon
ইতিমধ্যেই ওয়েবসাইটে বিশেষ বিভাগে এই সেলের সব খবর বিস্তারে প্রকাশ করতে শুরু করেছে Flipkart। সেখানে জানানো হয়েছে মোবাইল ফোনে থাকবে “বিশাল ছাড়”। এছাড়াও টিভি ও অ্যাপলায়েন্সে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইলেকট্রনিক্স ও অ্যাকসেসারিজে থাকছে 80 শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel
Republic Day Sale এ SBI কার্ড গ্রাহকদের সব প্রোডাক্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় দেবে Flipkart। নির্বাচিত কিছু ব্যাঙ্কের কার্ডে থাকছে নো-কস্ট ইএম আই এর সুবিধা।
চার দিনের এই সেলে প্রত্যেকদিন বিভিন্ন সেলে নতুন নতুন অফার নিয়ে হাজির হবে Flipkart। এছাড়াও Flipkart ব্র্যান্ডের প্রোডাক্টে থাকছে 70 শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters