এখন ঘরে বসে খুব সহজে Aadhaar কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন, শিখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 অগাস্ট 2025 12:30 IST
হাইলাইট
  • আধার সেবা কেন্দ্রে না গিয়েই বাড়ি বসে আধারের ঠিকানা আপডেট করা যায়
  • আধারের নতুন ঠিকানা আপডেট করার জন্য 50 টাকা লাগবে
  • আধার কার্ডে ঠিকানা আপডেটের স্ট্যাটাস দেখার জন্য একটি SRN নম্বর পাবেন

এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আধারের ঠিকানা আপডেট করতে পারবেন

নতুন বাড়ি কিনে পুরনো ঠিকানা ছেড়েছেন? অথবা পরিবার নিয়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন? তাহলে Aadhaar কার্ডে ঠিকানা আপডেট না করলে সমস্যায় পড়তে পারেন। এটি এখন পরিচয় ও ঠিকানা উভয়ের প্রমাণ। সরকারি থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি পরিষেবার জন্য আবশ্যক। নতুন জায়গায় শিফট করার পরেও আধারের পুরানো ঠিকানা পরিবর্তন না করলে অনেক কাজ আটকে যেতে পারে। আপনি অনলাইনে বা আধার সেবা কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে আপনার আধারের ঠিকানা আপডেট করতে পারেন। তবে ঠিকানা পরিবর্তনই একমাত্র কাজ যা ঘরে বসে অনলাইনে আপডেট করা যায়।

Aadhaar কার্ডের ঠিকানা অনলাইনে কীভাবে আপডেট করবেন

1. UIDAI কর্তৃপক্ষ My Aadhaar পোর্টালের মাধ্যমে আধার কার্ডে ঠিকানা আপডেট করার প্রক্রিয়া খুব সহজ করে দিয়েছে। অনলাইনে এই কাজটি সম্পন্ন করতে কয়েক মিনিট সময় লাগবে। প্রথমেই আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ঠিকানা প্রমাণের নথি কাছে থাকতে হবে।

2. myAadhaar ওয়েবসাইটে যান এবং আপনার 12 সংখ্যার আধার নম্বর ব্যবহার করে সাইন ইন করুন। ক্যাপচা দিন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP দিয়ে ভেরিফাই করুন।

3. লগ ইন করার পর, ড্যাশবোর্ড থেকে 'অ্যাড্রেস আপডেট' অপশনে ক্লিক করুন।

4. তারপর স্ক্রিনে ভেসে ওঠা 'অনলাইনে 'আধার আপডেট করুন' বিকল্পটি বেছে নিন।

5. নির্দেশাবলী ভাল করে দেখে নিন এবং ঠিকানা পরিবর্তন চালু রাখতে  'আধার আপডেট করতে এগিয়ে যান'-এ ক্লিক করুন।

6. আপনি যদি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে 'অ্যাড্রেস' বিকল্প সিলেক্ট করে 'আধার আপডেট করতে এগিয়ে যান'-এ ক্লিক করুন।

7. এরপর আপনার বিদ্যমান ঠিকানা প্রদর্শিত হবে। আপনার আপডেট করা তথ্য ইনপুট করতে নিচে স্ক্রোল করুন—আপনার পিতা বা স্ত্রীর নাম দিয়ে Care of (C/O) ফিল্ডটি পূরণ করুন, নতুন ঠিকানা টাইপ করুন, সঠিক পোস্ট অফিসটি নির্বাচন করুন, 'বৈধ সমর্থনকারী নথি'-এর অধীনে ড্রপডাউন মেনু থেকে আপনার ঠিকানার প্রমাণ নির্বাচন করুন এবং নথির একটি স্ক্যান করা কপি আপলোড করুন। চালিয়ে যেতে 'পরবর্তী' ক্লিক করুন।

Advertisement

8. আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করার পর প্রক্রিয়াটি সম্পন্ন করতে 50 টাকা (রিফান্ডেবল নয়) প্রদান করুন।

সফলভাবে জমা দেওয়ার পরে, আপনি একটি সার্ভিস রিকোয়েন্ট নম্বর (SRN) পাবেন। এই নম্বর যেন হারাবেন না। কারণ এই নম্বর দিয়ে আধারের ওয়বেসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে, নতুন ঠিকানা আপডেট হল কিনা।

আধারে ঠিকানা আপডেটের জন্য গৃহীত নথির তালিকা

UIDAI ঠিকানা পরিবর্তন করার জন্য 15টিরও বেশি নথি স্বীকৃত করেছে। এখানে কিছু সাধারণভাবে গৃহীত ঠিকানার প্রমাণ (POA) নথি দেওয়া হল — বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ব্যাংক পাসবুক বা পোস্ট অফিস অ্যাকাউন্টের স্টেটমেন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, প্রতিবন্ধী পরিচয়পত্র, MGNREGA বা NREGS কর্মসংস্থান কার্ড, বিদ্যুৎ বিল (3 মাসের বেশি পুরনো নয়), জলের বিল (3 মাসের বেশি পুরনো নয়), গ্যাস সংযোগ বিল (3 মাসের মধ্যে), ল্যান্ডলাইন টেলিফোন, পোস্টপেইড মোবাইল, অথবা ব্রডব্যান্ড বিল (3 মাসের বেশি পুরনো নয়), বৈধ জীবন বা স্বাস্থ্য বীমা নথি, ইত্যাদি। মনে রাখবেন, আধার কার্ডের ঠিকানা আপডেট সফলভাবে সম্পন্ন করার জন্য আপলোড করার সময় এই নথিগুলি স্পষ্ট এবং সুস্পষ্ট হতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Aaadhar, Aaadhaar Card Update 2025, UIADI
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom Festival Sale: Samsung-এর জনপ্রিয় ফোনের দাম কমল
  2. Tesla Showroom: মুম্বইয়ের পর ভারতে টেসলার দ্বিতীয় শোরুম খুলছে এই শহরে
  3. Amazon Great Freedom Festival Sale: অফারের বন্যা, 42,500 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ল্যাপটপ
  4. আধুনিক ফিচার্স ও ডিজাইনে সজ্জিত হয়ে আসছে Samsung-এর নতুন ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস
  5. এখন ঘরে বসে খুব সহজে Aadhaar কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন, শিখে নিন
  6. Spotify একসঙ্গে সমস্ত প্ল্যানের দাম বাড়াল, এখন গান শুনতে কত খরচ হবে জেনে নিন
  7. প্রায় 4 লক্ষ সিম কার্ড ব্লক করল কেন্দ্রীয় সরকার, কেন এমন পদক্ষেপ জেনে নিন
  8. সেল শুরু, 2,000 টাকা ছাড়ে মিলছে সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড স্মার্টফোন Vivo T4R 5G
  9. দেশের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo লঞ্চ হচ্ছে 11 আগস্ট, থাকবে 7,000mAh ব্যাটারি
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S25 ফোনের দাম, কবে বাজারে আসবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.