এখন ঘরে বসে খুব সহজে Aadhaar কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন, শিখে নিন

আধারের ঠিকানা পরিবর্তনই একমাত্র কাজ যা ঘরে বসে অনলাইনে আপডেট করা যায়।

এখন ঘরে বসে খুব সহজে Aadhaar কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন, শিখে নিন

এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আধারের ঠিকানা আপডেট করতে পারবেন

হাইলাইট
  • আধার সেবা কেন্দ্রে না গিয়েই বাড়ি বসে আধারের ঠিকানা আপডেট করা যায়
  • আধারের নতুন ঠিকানা আপডেট করার জন্য 50 টাকা লাগবে
  • আধার কার্ডে ঠিকানা আপডেটের স্ট্যাটাস দেখার জন্য একটি SRN নম্বর পাবেন
বিজ্ঞাপন

নতুন বাড়ি কিনে পুরনো ঠিকানা ছেড়েছেন? অথবা পরিবার নিয়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন? তাহলে Aadhaar কার্ডে ঠিকানা আপডেট না করলে সমস্যায় পড়তে পারেন। এটি এখন পরিচয় ও ঠিকানা উভয়ের প্রমাণ। সরকারি থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি পরিষেবার জন্য আবশ্যক। নতুন জায়গায় শিফট করার পরেও আধারের পুরানো ঠিকানা পরিবর্তন না করলে অনেক কাজ আটকে যেতে পারে। আপনি অনলাইনে বা আধার সেবা কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে আপনার আধারের ঠিকানা আপডেট করতে পারেন। তবে ঠিকানা পরিবর্তনই একমাত্র কাজ যা ঘরে বসে অনলাইনে আপডেট করা যায়।

Aadhaar কার্ডের ঠিকানা অনলাইনে কীভাবে আপডেট করবেন

1. UIDAI কর্তৃপক্ষ My Aadhaar পোর্টালের মাধ্যমে আধার কার্ডে ঠিকানা আপডেট করার প্রক্রিয়া খুব সহজ করে দিয়েছে। অনলাইনে এই কাজটি সম্পন্ন করতে কয়েক মিনিট সময় লাগবে। প্রথমেই আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ঠিকানা প্রমাণের নথি কাছে থাকতে হবে।

2. myAadhaar ওয়েবসাইটে যান এবং আপনার 12 সংখ্যার আধার নম্বর ব্যবহার করে সাইন ইন করুন। ক্যাপচা দিন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP দিয়ে ভেরিফাই করুন।

3. লগ ইন করার পর, ড্যাশবোর্ড থেকে 'অ্যাড্রেস আপডেট' অপশনে ক্লিক করুন।

4. তারপর স্ক্রিনে ভেসে ওঠা 'অনলাইনে 'আধার আপডেট করুন' বিকল্পটি বেছে নিন।

5. নির্দেশাবলী ভাল করে দেখে নিন এবং ঠিকানা পরিবর্তন চালু রাখতে  'আধার আপডেট করতে এগিয়ে যান'-এ ক্লিক করুন।

6. আপনি যদি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে 'অ্যাড্রেস' বিকল্প সিলেক্ট করে 'আধার আপডেট করতে এগিয়ে যান'-এ ক্লিক করুন।

7. এরপর আপনার বিদ্যমান ঠিকানা প্রদর্শিত হবে। আপনার আপডেট করা তথ্য ইনপুট করতে নিচে স্ক্রোল করুন—আপনার পিতা বা স্ত্রীর নাম দিয়ে Care of (C/O) ফিল্ডটি পূরণ করুন, নতুন ঠিকানা টাইপ করুন, সঠিক পোস্ট অফিসটি নির্বাচন করুন, 'বৈধ সমর্থনকারী নথি'-এর অধীনে ড্রপডাউন মেনু থেকে আপনার ঠিকানার প্রমাণ নির্বাচন করুন এবং নথির একটি স্ক্যান করা কপি আপলোড করুন। চালিয়ে যেতে 'পরবর্তী' ক্লিক করুন।

8. আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করার পর প্রক্রিয়াটি সম্পন্ন করতে 50 টাকা (রিফান্ডেবল নয়) প্রদান করুন।

সফলভাবে জমা দেওয়ার পরে, আপনি একটি সার্ভিস রিকোয়েন্ট নম্বর (SRN) পাবেন। এই নম্বর যেন হারাবেন না। কারণ এই নম্বর দিয়ে আধারের ওয়বেসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে, নতুন ঠিকানা আপডেট হল কিনা।

আধারে ঠিকানা আপডেটের জন্য গৃহীত নথির তালিকা

UIDAI ঠিকানা পরিবর্তন করার জন্য 15টিরও বেশি নথি স্বীকৃত করেছে। এখানে কিছু সাধারণভাবে গৃহীত ঠিকানার প্রমাণ (POA) নথি দেওয়া হল — বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ব্যাংক পাসবুক বা পোস্ট অফিস অ্যাকাউন্টের স্টেটমেন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, প্রতিবন্ধী পরিচয়পত্র, MGNREGA বা NREGS কর্মসংস্থান কার্ড, বিদ্যুৎ বিল (3 মাসের বেশি পুরনো নয়), জলের বিল (3 মাসের বেশি পুরনো নয়), গ্যাস সংযোগ বিল (3 মাসের মধ্যে), ল্যান্ডলাইন টেলিফোন, পোস্টপেইড মোবাইল, অথবা ব্রডব্যান্ড বিল (3 মাসের বেশি পুরনো নয়), বৈধ জীবন বা স্বাস্থ্য বীমা নথি, ইত্যাদি। মনে রাখবেন, আধার কার্ডের ঠিকানা আপডেট সফলভাবে সম্পন্ন করার জন্য আপলোড করার সময় এই নথিগুলি স্পষ্ট এবং সুস্পষ্ট হতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo জানুয়ারি মাসে তিন দুর্দান্ত স্মার্টফোন ভারতে আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  2. 108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন
  3. 6,800mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 200MP ক্যামেরা সহ আসছে নয়া Xiaomi স্মার্টফোন
  4. Vivo X200T স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, ফাঁস হওয়া ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে
  5. Redmi Note 15 5G: রেডমির নতুন 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. 200MP ক্যামেরার সঙ্গে Realme 16 Pro সিরিজ 6 জানুয়ারি ভারতে আসছে, DSLR স্টাইলে তুলবে পোট্রেট ছবি
  7. Redmi Pad 2 Pro 5G-এর প্রথম টিজার প্রকাশ্যে, 12,000mAh ব্যাটারি-সহ শীঘ্রই ভারতে আসতে পারে
  8. বাজারে আসার পাঁচ মাসের মধ্যেই 11,000 টাকার বেশি দাম কমল এই দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোনের
  9. বছরের শেষে লোভনীয় অফার, Nothing Phone 3 বিক্রি হচ্ছে 30,000 টাকা সস্তায়
  10. Pornhub: পর্ন দেখার নেশা সর্বনাশ ডেকে আনল, ঠিকানা সহ পরিচয় ফাঁসের আশঙ্কা প্রচুর মানুষের
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »