এই বছর সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকার যোগ হয়েছে নতুন একটি নাম। সেটি হল 'donald.'। ইন্টারনেটে প্রকাশিত 50 লক্ষের বেশি পাসওয়ার্ডে সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে স্প্ল্যাশডাটা।
অন্যান্য বছরের মতোই 2018 সালেও সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড দুটি হল "password" আর "123456"। সম্প্রতি এই রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
তবে এই বছর সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকার যোগ হয়েছে নতুন একটি নাম। সেটি হল 'donald.'। ইন্টারনেটে প্রকাশিত 50 লক্ষের বেশি পাসওয়ার্ডে সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে স্প্ল্যাশডাটা।
এই তিনটি পাসওয়ার্ড ছাড়াও 2018 সালে গ্রাহকের জনপ্রিয়তার তালিকায় ছিল "1234567", "12345678," ও "'!@#$%^&*″ পাসওয়ার্ডগুলি। জনপ্রিয়তা 23 নম্বর স্থানে রয়েছে 'donald.'। এছাড়াও 2018 সালে জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় রয়েছে "football", "princess" ও "iloveyou"।
এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করেই হ্যাকার প্রথমে হ্যাকিং এর চেষ্টা করে। অনেক সময়েই এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে সহজেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তাই পাসওয়ার্ড ব্যবহারের সময় নিজের ছোঁয়া রাখা উচিত। এতে যে কোন অয়াকাউন্টের সুরক্ষা মজবুত হয়। এছাড়াও পাসওয়ার্ডে একটি অক্ষর ও এখটি নম্বর ও একটি স্পেশাল ক্যারেক্টারের সমন্বয় থাকলে মজবুত হয় অ্যাকাউন্টের সুরক্ষা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Jujutsu Kaisen Season 3 OTT Release: Know When and Where to Watch the Culling Game Arc
Jurassic World: Rebirth OTT Release: Know When, Where to Watch the Scarlett Johansson-Starrer
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film