এবার বাজার কাঁপাতে আসছে Ola কোম্পানীর প্রথম ইলেকট্রিক মোটর সাইকেল।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 12 অগাস্ট 2024 16:15 IST
হাইলাইট
  • Ola কোম্পানী তাদের প্রথম ইলেকট্রিক বাইকটি 15 আগস্ট লঞ্চ করবে।
  • এটি ইন-হাউস ব্যাটারি দ্বারা চালিত হতে পারে।
  • Ola ইলেকট্রিক বাইকটিতে ডুয়াল-পড যুক্ত LED হেডল্যাম্প থাকতে পারে।

Photo Credit: X/Ola Electric

বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে ইলেকট্রিক স্কুটার এর চাহিদা বেড়েছে। নামিদামী স্কুটার কোম্পানিদের মধ্যে Ola একটি নাম করা কোম্পানী। ভারতের বাজারে Ola কোম্পানী তাদের একটি বিশ্বস্ত জায়গা দখল করে নিয়েছে।এই বিখ্যাত Ola কোম্পানী এবার ভারতের বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক। বাইকটির নাম ‘ola electric bike'।সূত্রের খবর অনুযায়ী Ola কোম্পানীর বাইকটি 15 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে। 

একটি প্রতিবেদন অনুসারে,তামিলনাড়ুর ফিউচার ফ্যাক্টরিতে ‘সংকল্প 2024' অনুষ্ঠানটির মাধ্যমে বাইকটিকে লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।Ola কোম্পানীর মালিক ভাবিশ আগারওয়ালের নেতৃত্বে এটি কোম্পানীর পক্ষ থেকে প্রথম ইলেকট্রনিক বাইক(EV)। এর আগে Ola কোম্পানী  Ola- S1 X, S1 Air,S1 Pro, এই সমস্ত বৈদ্যুতিক স্কুটার গুলি উম্মোচন করেছে।এগুলি বর্তমানে ভারতে উপলব্ধ। কোম্পানী একটি পোস্টের মাধ্যমে এটির ডিজাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। 

Ola ইলেকট্রিক বাইকটির লঞ্চের তারিখ: 

কোম্পানী সুনিশ্চিত করেছেন যে, তাদের ইলেকট্রিক বাইকটি আগামী 15 আগস্ট লঞ্চ করা হবে। তবে এটি চলতি বছরে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক খবর পাওয়া যায়নি। তবে Ola কোম্পানীর ভাবিশ আগরওয়াল  জানান যে,এই ইলেকট্রিক বাইকটি 2025 সালের প্রথম ছয় মাসের মধ্যে গ্রাহকদের কাছে উপলব্ধ হবে। তবে  Ola কোম্পানীর বাইকটি সম্পর্কে এখনো পর্যন্ত খুব বেশি তথ্য পাওয়া যায়নি। 

Ola ব্যাটারী চালিত বাইকটির আনুমানিক ডিজাইন এবং ফিচার:

কোম্পানীর মালিক তার একটি পোস্টে ,এটির আবছা একটি ছবি শেয়ার করেন। সেটি থেকে যত টুকু অনুমান করা যাচ্ছে তা হলো , Ola কোম্পানীর S1 ইলেক্ট্রিক স্কুটার এর মত ,বাইকটির সামনের অংশে ডুয়াল পড এর সাথে LED হেড লাইট আছে। উপরের দিকের অংশে সমান্তরাল ভাবে একটি LED স্ট্রিপ এবং দুপাশে দুটি করে LED স্ট্রিপ আছে। বাইকটির সামনের এবং পিছনের ইন্ডিকেটরটি দেখতে কিছুটা KTM স্টাইলের স্লিম টার্ন ইন্ডিকেটর এর মত। এছাড়াও বাইকটিতে ইউ এস ডি ফর্ক সংযুক্ত থাকবে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিক মোটর সাইকেলটি Ola কোম্পানীর তৈরী নিজস্ব ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে।ব্যাটারীটি বাইকের মধ্যে টিউবুলার ফ্রেম দ্বারা বেষ্টিত থাকবে বলে জানা গিয়েছে। 

এই নতুন ইলেক্ট্রিক বাইকটির বিবরন দেখে মনে করা হচ্ছে যে, বাজারে যে সমস্ত অন্যান্য চলতি বাইক আছে  যেমন- Tork Kratos R , Revolt RV400 এবং Ultraviolette F77 এদের সাথে এটি প্রতিযোগিতা করতে পারবে।এটির দাম এখনো পর্যন্ত জানা যায়নি। 

তবে উপরের সমস্ত বিবরনই আনুমানিক ,এখনো পর্যন্ত কোম্পানীর পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়াল তথ্য পেশ করা হয়নি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
  2. Huawei ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা স্মার্টফোন আনছে
  3. OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে
  4. Realme GT 8 Pro এই তারিখে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হতে পারে
  5. Vivo X300 সিরিজ গ্লোবালি 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. Jio গ্রাহকদের জন্য জ্যাকপট, 35,000 টাকা দামের Google AI Pro ফ্রি-তে কীভাবে পাবেন জেনে নিন
  7. 50MP সেলফি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির Vivo ফোন 8,300 টাকা সস্তা হল!
  8. Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
  9. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  10. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.