আগামী 15 আগস্ট ভারতের বাজারে লঞ্চ করা হবে Ola ইলেক্ট্রিক বাইক।
Photo Credit: X/Ola Electric
বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে ইলেকট্রিক স্কুটার এর চাহিদা বেড়েছে। নামিদামী স্কুটার কোম্পানিদের মধ্যে Ola একটি নাম করা কোম্পানী। ভারতের বাজারে Ola কোম্পানী তাদের একটি বিশ্বস্ত জায়গা দখল করে নিয়েছে।এই বিখ্যাত Ola কোম্পানী এবার ভারতের বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক। বাইকটির নাম ‘ola electric bike'।সূত্রের খবর অনুযায়ী Ola কোম্পানীর বাইকটি 15 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে।
একটি প্রতিবেদন অনুসারে,তামিলনাড়ুর ফিউচার ফ্যাক্টরিতে ‘সংকল্প 2024' অনুষ্ঠানটির মাধ্যমে বাইকটিকে লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।Ola কোম্পানীর মালিক ভাবিশ আগারওয়ালের নেতৃত্বে এটি কোম্পানীর পক্ষ থেকে প্রথম ইলেকট্রনিক বাইক(EV)। এর আগে Ola কোম্পানী Ola- S1 X, S1 Air,S1 Pro, এই সমস্ত বৈদ্যুতিক স্কুটার গুলি উম্মোচন করেছে।এগুলি বর্তমানে ভারতে উপলব্ধ। কোম্পানী একটি পোস্টের মাধ্যমে এটির ডিজাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে।
কোম্পানী সুনিশ্চিত করেছেন যে, তাদের ইলেকট্রিক বাইকটি আগামী 15 আগস্ট লঞ্চ করা হবে। তবে এটি চলতি বছরে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক খবর পাওয়া যায়নি। তবে Ola কোম্পানীর ভাবিশ আগরওয়াল জানান যে,এই ইলেকট্রিক বাইকটি 2025 সালের প্রথম ছয় মাসের মধ্যে গ্রাহকদের কাছে উপলব্ধ হবে। তবে Ola কোম্পানীর বাইকটি সম্পর্কে এখনো পর্যন্ত খুব বেশি তথ্য পাওয়া যায়নি।
কোম্পানীর মালিক তার একটি পোস্টে ,এটির আবছা একটি ছবি শেয়ার করেন। সেটি থেকে যত টুকু অনুমান করা যাচ্ছে তা হলো , Ola কোম্পানীর S1 ইলেক্ট্রিক স্কুটার এর মত ,বাইকটির সামনের অংশে ডুয়াল পড এর সাথে LED হেড লাইট আছে। উপরের দিকের অংশে সমান্তরাল ভাবে একটি LED স্ট্রিপ এবং দুপাশে দুটি করে LED স্ট্রিপ আছে। বাইকটির সামনের এবং পিছনের ইন্ডিকেটরটি দেখতে কিছুটা KTM স্টাইলের স্লিম টার্ন ইন্ডিকেটর এর মত। এছাড়াও বাইকটিতে ইউ এস ডি ফর্ক সংযুক্ত থাকবে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিক মোটর সাইকেলটি Ola কোম্পানীর তৈরী নিজস্ব ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে।ব্যাটারীটি বাইকের মধ্যে টিউবুলার ফ্রেম দ্বারা বেষ্টিত থাকবে বলে জানা গিয়েছে।
এই নতুন ইলেক্ট্রিক বাইকটির বিবরন দেখে মনে করা হচ্ছে যে, বাজারে যে সমস্ত অন্যান্য চলতি বাইক আছে যেমন- Tork Kratos R , Revolt RV400 এবং Ultraviolette F77 এদের সাথে এটি প্রতিযোগিতা করতে পারবে।এটির দাম এখনো পর্যন্ত জানা যায়নি।
তবে উপরের সমস্ত বিবরনই আনুমানিক ,এখনো পর্যন্ত কোম্পানীর পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়াল তথ্য পেশ করা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple CEO Tim Cook Highlights Adoption of Apple Intelligence, Reveals Most Popular AI-Powered Feature
Vivo V70, V70 Elite Confirmed to Launch in India With Snapdragon Chipsets
Xiaomi 17 Listing Hints at Price in Europe, Presence of Smaller Battery