অক্টোবর মাসে নতুন ল্যাপটপ সিরিজ লঞ্চ করেছিল Microsoft। অবশেষে ভারতে এল Microsoft Surface Pro 6 আর Surface Laptop 2। 28 জানুয়ারি থেকে Amazon আর Flipkart এ অনলাইনে বিক্রি শুরু হবে এই ডিভাইস দুটি। এছাড়াও সমস্ত বড় অফলাইন রিটেল চেনে পাওয়া যাবে Microsoft Surface Pro 6 আর Surface Laptop 2। ভারতে Surface Pro 6 এর দাম শুরু হচ্ছে 83,999 টাকা থেকে। অন্যদিকে Surface Laptop 2 কিনতে খরচ হবে 91,999 টাকা।
Surface Pro 6 কোম্পানির লেটেস্ট হাইব্রিড Windows 10 ট্যাবলেট। কিক স্ট্যান্ড এর সাহায্যে ল্যাপটপ এর মত ব্যবহার করা যায় এই ডিভাইস। এই ট্যাবলেটে রয়েছে একটি 12.3 ইঞ্চি PixelSense টাচ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন 2736x1824 পিক্সেল। ট্যাবলেট এর ভেতরে রয়েছে একটি Intel U সিরিজ প্রসেসর, 8GB আর 16GB RAM, Intel UHD Graphics 620 আর 1TB পর্যন্ত SSD স্টোরেজ অপশন। থাকছে ফুল সাইজ USB 3.0 পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট, 3.5 মিলিমিটার অডিও জ্যাক, সারফেস কানেক্ট পোর্ট, সারফেস টাইপ কভার আর মাইক্রো এসডি কার্ড রিডার।
ভারতে একাধিক কনফিগারেশনে পাওয়া যাবে Microsoft Surface Pro 6। দাম শুরু হচ্ছে 83,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্ট এর দাম 179,999 টাকা। তবে ভারতে এখনও 1TB মডেল বিক্রি শুরু করেনি Microsoft। তাই ভারতের সর্বোচ্চ 512 GB স্টোরেজে পাওয়া যাবে Surface Pro 6।
Microsoft Surface Laptop 2 এ একই ডিজাইন থাকলেও ব্যবহার হয়েছে লেটেস্ট জেনারেশন প্রসেসর। 1.28 কিলোগ্রাম ওজনের এই ল্যাপটপ এ 14.5 ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
Surface Laptop 2 তে রয়েছে একটি 13.5 ইঞ্চি PixelSense টাচ ডিসপ্লে। ডিসপ্লে রেজোলিউশন 2256x1504 পিক্সেল। ল্যাপটপ এর ভিতরে থাকছে অষ্টম জেনারেশন Intel প্রসেসর। সাথে থাকছে 8GB আর 16GB RAM, 128GB, 256GB, 512GB আর 1TB SSD স্টোরেজ অপশন। তবে ভারতে 1TB স্টোরেজ ভেরিয়েন্ট পৌঁছায়নি। থাকছে i5 অথবা i7 প্রসেসর, USB 3.0 পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।
ভারতে Surface Laptop 2 এর দাম শুরু হচ্ছে না 91,999 টাকা থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন