আগামী 14-ই মার্চ Sony LIV-এ আসতে চলেছে দুর্দান্ত সিনেমা Agent

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 মার্চ 2025 20:35 IST
হাইলাইট
  • দীর্ঘ বিলম্বের পর Agent সিনেমাটি আগামী 14-ই মার্চ থেকে Sony LIV-এ ট্রি
  • এই অ্যাকশন-সমৃদ্ধ স্পাই থ্রিলার সিনেমাটিতে অখিল অক্কেনিনি একজন RAW এজেন
  • সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় উপলব্ধ আছে

দীর্ঘ বিলম্বের পর, ১৪ মার্চ, ২০২৫ থেকে সনি এলআইভিতে স্ট্রিম করবে এজেন্ট

Photo Credit: YouTube/OTT Telugu Flash

টলিউডের ভক্তদের প্রায় দুই বছরের অধিক অপেক্ষার পর এবার অখিল আক্কেনিনির অ্যাকশন-সমৃদ্ধ স্পাই থ্রিলার ‘Agent' সিনেমাটির OTT-রিলিজের তারিখ নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন কারণে দেরি হওয়ার পর অবশেষে সিনেমাটিকে 2025 সালের আগামী 14-ই মার্চ তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় দর্শকদের জন্য Sony LIV-এ প্রিমিয়ার করা হবে বলে ঠিক করা হয়েছে। প্রেক্ষাগৃহে এটি আশাজনক ভাবে না চললেও, সিনেমাটি নিয়ে আগ্রহ এখনও থেকেই গেছে, বিশেষ করে দর্শকরা যখন এটির পারফরমেন্সের দিকে নজর দেয়। সুরেন্দ্র রেড্ডি সিনেমাটির পরিচালনা করেছেন, যেখানে মুখ্য ভূমিকায় আছেন ম্যাম্মুটি, সাক্ষী বৈদ্যা এবং দিনো মরিয়াকে।

Agent-সিনেমাটি কখন এবং কোথায় দেখতে পাবেন:

Agent সিনেমাটি 2025 সালের আগামী 14-ই মার্চ থেকে শুধুমাত্র Sony LIV-এ স্ট্রিমিং-এর জন্য উপলব্ধ হবে। সিনেমাটি আসলে 2023 সালের 28-সে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, কিন্তু বক্স অফিসে সংঘর্ষ করার ফলে OTT-রিলিজের ক্ষেত্রে দেরী বেড়েই যায়। রিপোর্ট অনুযায়ী, কন্টেন্ট, লজিস্টিক এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের মত সমস্যাগুলি এই বিলম্বের অংশ। যাইহোক অবশেষে এবার একটি নিশ্চিত তারিখে অখিল আক্কেনিনীর ভক্তরা এবং যারা অ্যাকশন-থ্রিলার ভালোবাসেন তারা সিনেমাটি নিজেদের সুবিধামত দেখতে পারবেন।

Agent-এর অফিসিয়াল ট্রেলার এবং প্লট:

Agent-এর অফিসিয়াল ট্রেলারটি তীব্র অ্যাকশন দৃশ্য, অভিনয় এবং উত্তেজনাপূর্ণ গুপ্তচর কাহিনির প্রতিশ্রুতি দিয়েছে। সিনেমাটি RAW-এজেন্ট রিকিকে (অখিল আক্কেন্নিনি) অনুসরণ করে তৈরি, যাকে RAW চিফ ‘কলোনেল মহাদেব'( মাম্মুটি) একটি উচ্চ-স্তরের মিশনের জন্য নির্বাচন করেছেন। একজন ভয়ংকর প্রাক্তন এজেন্ট ‘ধর্মা' (দিনো মরিয়া)-কে খোঁজার কাজে রিকি নিজেকে একটি মিশনের ফাঁদে জড়িয়ে পড়তে দেখে,যেটি দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে। আকর্ষণীয় ভিজ্যুয়াল, রোমাঞ্চকর অ্যাকশন এবং গভীর গল্পনির্ভর কাহিনির মাধ্যমে, ছবিটি দর্শকদের জন্য এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছিল।

Agent-সিনেমাটির কাস্ট এবং ক্রু:

সিনেমাটিতে ক্ষমতাশালী কাস্ট এবং অভিজ্ঞতাসম্পন্ন ক্রু আছে। “অখিল আক্কেনিনী” রিকি নামক একজন RAW এজেন্টের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে মাম্মুটি RAW চিফ ‘কোলোনেল মহাদেব' নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। ‘দিনো মরিয়া' এখানে শত্রুর ভূমিকায় আছেন, যার নাম ‘ধর্মা', যেখানে ‘সাক্ষী বৈদ্য', মহিলাদের মধ্যে মুখ্য ভূমিকায় আছেন। ‘সুরেন্দ্র রেড্ডি' সিনেমাটি পরিচালনা করেছেন সাথে ‘ভাক্কান্থাম ভামসি' স্ক্রিন-প্লের দ্বায়িত্ব নিয়েছেন। ‘অনিল সুনকারার' AK এন্টারটেনমেন্ট এবং সুরেন্দ্র 2 সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটির মিউজিক কম্পোজ করেছেন ‘হিপহপ তামিঝা'।

Agent-সিনেমাটির প্রতিক্রিয়া:

প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘Agent'-সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি এবং মিশ্র থেকে ঋণাত্বক প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমাটি দর্শকদের সাথে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে সংঘর্ষ করেছে এবং ‘অখিল আক্কেনিনি' ও পরিচালক ‘সুরেন্দ্র রেড্ডি' তাদের ক্রিয়েটিভ চয়েসের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে। যাইহোক অনেক বাঁধা বিপত্তি সত্বেও সিনেমাটি OTT-তে রিলিজের আগেই নতুন করে এটির প্রতি আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung সবচেয়ে সস্তায় AI ল্যাপটপ লঞ্চ করল, একবার চার্জে 19 ঘন্টা ভিডিও দেখা যাবে
  2. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  3. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  4. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  5. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  6. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  7. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  8. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  9. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  10. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.