Photo Credit: 91Mobiles
সম্প্রতি Asus-ঘোষণা করেছে যে,Rog phone 9 সিরিজটি Snapdragon 8 Elite-এর সমন্বয়ে 19সে নভেম্বর লঞ্চ করা হবে।তাইওয়ানের সংস্থাটি চলতি সপ্তাহের শুরুতে Snapdragon Summit-চলাকালীন ROG Phone 9-এর ডিজাইনটি প্রকাশ করেছেন। এখন একটি নতুন রিপোর্ট ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন।এটির পূর্বসূরীর মতোই হ্যান্ডসেটটি একটি 50মেগাপিক্সেলের ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট এবং একটি 32মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসতে চলেছে।এটি সম্ভবত একটি 5,800mAh-ব্যাটারীর সাথে আসবে।
মনে করা হচ্ছে,‘91Mobiles',19সে নভেম্বর Rog phone 9-লঞ্চের আগেই এটির আলোচিত রেন্ডার এবং স্পেসিফিকেশনগুলি পেয়ে গিয়েছে।প্রকাশনার মাধ্যমে শেয়ার করা ছবিগুলিতে ডিভাইসটিকে,কালো সাদা,রঙের দেখা যাচ্ছে,রিপোর্ট অনুযায়ী এগুলিকে ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট বলা হবে। হ্যান্ডসেটটির ডিসপ্লের মধ্যবর্তী অংশে একটি পাঞ্চগর্ত দেখা যাচ্ছে।এটির পিছনে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট দেখাযায়,এবং ক্যামেরা আইল্যান্ডটির নিচে “ROG”লেখাটি আছে।
পূর্ববর্তী মডেলের মত এই হ্যান্ডসেটটিও 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78ইঞ্চির Full HD+ (1,080×2,400পিক্সেল)Samsung Flexible LTPO AMOLED স্ক্রীন এবং সর্বদা গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষার সাথে আসতে চলেছে।প্যানেলটি সর্বোচ্চ 2,500নিট পর্যন্ত উজ্জ্বলতা,HDR10-এর সমর্থন এবং ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
এটিতে16জিবি-LPDDR5X RAM এবং 512জিবি UFS 4.0-স্টোরেজ যুক্ত থাকতে পারে।ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে,ফোনটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হবে।
ক্যামেরার ক্ষেত্রে Asus ROG Phone 9-ফোনটিতে, ROG Phone 8-র মতোই একটি 1/1.56ইঞ্চি আকারের সেন্সরের সাথে একটি 50মেগাপিক্সেলের Sony Lytia 700-এর প্রধান ক্যামেরা এবং 13মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 5মেগাপিক্সেলের ম্যাক্রোক্যামেরা থাকতে পারে।
রিপোর্ট অনুযায়ী,হ্যান্ডসেটটি একটি Android 15-ভিত্তিক ROG UI এবং Game Genie-দ্বারা চালিত হবে,যেটি Air-Triggers,Macro,Bypass-charging এবং Scout-Mode,এর বৈশিষ্ট্যগুলি যুক্ত করেছে। বলা হয়েছে যে,এটিতে অসংখ্য গেমিং বৈশিষ্ট্য যেমন-X Sense,X Capture,AI Grabber-এর পাশাপাশি এবং AIকল ট্রান্সলেটর,AIট্রান্সক্রিপ্ট,AIওয়ালপেপার, আরও অনেককিছু থাকবে।সম্ভবত এটি 65W-চার্জিং এবং তারবিহীন চার্জিং সমর্থিত একটি 5,800mAh ব্যাটারীর সাথে আসবে।
আশা করা যাচ্ছে,কোম্পানীর নতুন হ্যান্ডসেটটি Asus-এর শব্দ কমানোর প্রযুক্তির সাথে,ডুয়াল স্টোরিয়স্পীকার,একটি 3.5মিমির জ্যাক এবং তিনটি মাইক্রোফোন যুক্ত করবে।সংযোগের ক্ষেত্রে এটি সম্ভবত ব্লুটুথ 5.3, Wi-Fi-7,NFC,NavlC,GPS এবং 5G-যুক্ত করবে।এটির পরিমাপ 163.8x76.8x8.9মিমি এবং ওজন 227গ্রাম হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন