হুয়াই ব্রান্ডের নতুন Honor 7x হ্যান্ডসেটটি লঞ্চ হলো 30শে এপ্রিল. সঙ্গে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও আপডেট এবং EMUI 8.0. এটি আমেরিকায় প্রথমে পৌঁছবে এবং খুব শীঘ্রই ভারতে আসবে.
এতে অ্যাপ আইকন দীর্ঘক্ষণ চেপে রাখলেই শর্টকাট গুলি পাওয়া সম্ভব. এছাড়াও স্ক্রিনএর ওপর দিয়ে ভেসে যাওয়া একটি ন্যাভিগেশন dock থাকবে যা সবসময় অভিগম্য হবে. এছাড়াও একটি সুসজ্জিত
মেনু , আপডেটেড ফোন ম্যানেজার ও একটি গ্যালারি যেখানে ভুলবশত ডিলিট ছবিও থাকবে.
এছাড়াও লিংকড ইন-এ একজন ব্যবহারকারী তার বিস্তারিত তথ্য অন্যের সাথে শেয়ার করতে পারবে ও ব্লু টুথটি একসঙ্গে দুটো
ব্লু টুথের সাথে যোগ করতে পারবে. এছাড়াও এতে আছে ফেস আনলক সিস্টেম.
ব্যাবহারকারীরা অ্যান্ড্রয়েড ওরিওর আপডেট দেখার জন্যসেটিংস >সিস্টেম >সিস্টেম আপডেট->চেক ফর আপডেট এ গিয়ে আপডেট দেখতে পারবেন. নিয়মিত আপডেট পাওয়ার জন্য হাই স্পীড ইন্টারনেট কানেকশন ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে.
এই মডেলটির বাজারে বিক্রয়ের ব্যাপারে টুইটারে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন