29 জুলাই পর্যন্ত চলবে Honor Friendship Days sale। এই সেলে একাধিক জনপ্রিয় Honor স্মার্টফোনের দাম কমেছে।
29 জুলাই পর্যন্ত চলবে Honor Friendship Days sale
Amazon.in এর সাথে হাত মিলিয়ে স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দিচ্ছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। 29 জুলাই পর্যন্ত চলবে Honor Friendship Days sale। এই সেলে একাধিক জনপ্রিয় Honor স্মার্টফোনের দাম কমেছে। সাথে Axis Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ইএমআই ট্রানজাকশানে 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের জনেয় থাকছে বিশেষ অফার।
Honor View 20 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। এই সেলে মাত্র 25,999 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। 45,999 টাকার পরিবর্তে 31,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এর সাথেই বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য থাকছে আকর্ষনীয় ছাড়।
Honor Play 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 9,999 টাকা। এছাড়াও 11,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট।
29 জুলাই পর্যন্ত এই সেলে সস্তা হয়েছে Honor 10 Lite। 9,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনের 3GB RAM ভেরিয়েন্ট। 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কেনার খরচ 11,999 টাকা।
এছাড়াও সস্তা হয়েছে Honor 8X, Honor 8C ফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Amazon।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life
Giant Ancient Collision May Have ‘Flipped’ the Moon’s Interior, Study Suggests