Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 জুলাই 2025 15:20 IST
হাইলাইট
  • Honor X9c 5G একটি 6,600mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনটির পিছনে 108 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ আছে
  • Honor X9c 5G IP65M রেটিং ও 360 ডিগ্রি ওয়াটার রেজিট্যান্স অফার করে

Honor X9c 5G জেড সায়ান ও টাইটানিয়াম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Honor

Honor X9c 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে আত্মপ্রকাশ করল। এই নতুন মিড-রেঞ্জ ফোনের অন্যতম বিশেষত্ব হল 6,600mAh ব্যাটারি। বিশাল ব্যাটারি থাকার কারণে ব্যবহারকারীদের চার্জ নিয়ে দুশ্চিন্তা কমবে। বর্ষাকালে ব্যবহারের উপযোগী করে তুলতে ফোনটিতে IP65M রেটিং এবং 360 ডিগ্রি ওয়াটার রেজিট্যান্স ফিচার দেওয়া হয়েছে। ডিউরাবিলিটি নিশ্চিত করতে SGS ড্রপ টেস্টেও উত্তীর্ণ হয়েছে। ফোনটির পিছনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। Honor X9c-এর আরেকটি বিশেষত্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর ফিচার্সে লুকিয়ে। উল্লেখ্য, ফোনটি 2024 সালের নভেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল।

Honor X9c 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Honor  X9c 5G স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1.5K (1,224x2,700 পিক্সেল), রিফ্রেশ রেট 120Hz, এবং ডিমিং রেট 3,840Hz। স্ক্রিনটি ফ্লিকার-মুক্ত এবং এতে কম নীল আলোর নির্গমনের জন্য TÜV Rheinland সার্টিফিকেশন রয়েছে। স্মার্টফোনটির Snapdragon 6 Gen 1 চিপসেট 8GB RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি Android 15-ভিত্তিক MagicOS 9.0 কাস্টম স্কিনে রান করে।

Honor X9c 5G ফোনটির ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে f/1.7 অ্যাপারচার ও 3x পর্যন্ত লসলেস জুম সহ একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) উভয় অফার করে৷ ওয়াইড শটের জন্য রিয়ার ক্যামেরা সেটআপে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরাও বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে একটি 16 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

অনার এক্স9সি 5G এআই ইরেজ, এআই ডিপফেক ডিটেকশন, এআই মোশন সেন্সিং, এআই ম্যাজিক ক্যাপসুল, এআই ম্যাজিক পোর্টাল 2.0-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স সাপোর্ট করে। ফোনটিতে 6,600mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 66W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করে। বিশেষ ব্যাটারি কোটিং ও পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম ডিভাইসটির সুরক্ষায় অতিরিক্ত একটি স্তর যোগ করেছে। কোম্পানির দাবি, ফোনটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় কাজ করে।  এছাড়া, কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে 5G, 4G, Wi-Fi, GPS, NFC, OTG এবং USB Type-C পোর্ট উল্লেখযোগ্য।

ভারতে Honor X9c 5G এর দাম

ভারতে Honor X9c 5G কিনতে 21,999 টাকা খরচ হবে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। ফোনটি জেড সায়ান ও টাইটানিয়াম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি জুলাই 12 থেকে অ্যামাজনের মাধ্যমে কিনতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা কেনাকাটার উপর 750 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  2. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  3. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  4. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  5. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  6. বর্ষায় প্রকৃতির রঙে সেজে উঠল iQOO 13, ফ্ল্যাগশিপ প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরার জাদুতে জিতবে মন
  7. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
  8. Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে
  9. AI প্রযুক্তি এবার ইয়ারফোনে, অবাক করা ফিচার্সের সাথে আসছে OnePlus Buds 4
  10. চীনের বাজার কাঁপিয়ে এবার ভারতে আসছে Vivo X Fold 5, ব্যাটারি ও ক্যামেরায় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.