মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে প্যারিসে এই ইভেন্টে লঞ্চ হবে Huawei এর ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোনগুলি। P30 আর P30 Pro ফোনে থাকছে কোম্পানির মিডরেঞ্জ Kirin 980 চিপসেট। তিনটি নতুন স্মার্টফোনের সাথেই লঞ্চ হতে পারে একাধিক অ্যাসসেসারিজ।
Photo Credit: Twitter/ Evan Blass
Huawei P30, Huawei P30 Pro ফোনে থাকবে Kirin 980 চিপসেট
আজ লঞ্চ হবে Huawei P30, P30 Pro, P30 Lite। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে প্যারিসে এই ইভেন্টে লঞ্চ হবে Huawei এর ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোনগুলি। P30 আর P30 Pro ফোনে থাকছে কোম্পানির মিডরেঞ্জ Kirin 980 চিপসেট। তিনটি নতুন স্মার্টফোনের সাথেই লঞ্চ হতে পারে একাধিক অ্যাসসেসারিজ।
26 মার্চ ভারতীয় সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির YouTube চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। লঞ্চ ইভেন্ট শুরু হলে নীচের প্লে বাটনে ক্লিক করে এই ইভেন্ট লাইভ সদেখা যাবে।
লঞ্চের আগেই একাধিক রিপোর্টে নতুন এই ফোনগুলির দাম সামনে এসেছে। Amazon থেকে জানা গিয়েছে 1,024 ইউরো (প্রায় 80,000 টাকা) দামে পাওয়া যাবে Huawei P30 Pro ফোনের 8GB RAM ভেরিয়েন্ট। 6GB RAM ভেরিয়েন্টে Huawei P30 Pro কিনতে 999 ইউরো (প্রায় 78,000 টাকা) খরচ হবে। অন্যদিকে Huawei P30 ফোনের দাম শুরু হচ্ছে 749 ইউরো (প্রায় 58,500 টাকা) থেকে। তবে বাজেট সেগমেন্টে Huawei P30 Lite ফোনের দাম জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Modern Times Now Streaming on Lionsgate Play: Everything You Need to Know About This Charlie Chaplin Masterpiece
Night Swim Streaming Now On JioHotstar: Everything You Need To Know About This Supernatural Horror