79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!

79,900 টাকা দামে ভারতে লঞ্চ হওয়া iPhone 13 এখন পাওয়া যাচ্ছে মাত্র 32,900 টাকায়।

79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!

Photo Credit: Apple

iPhone 13 Price Drops to Lowest on Vijay Sales

হাইলাইট
  • Phone 13 লঞ্চ হওয়ার সময় 79,900 টাকা দাম ছিল
  • স্মার্টফোনটি আসল দামের থেকে অর্ধেকেরও কমে বিক্রি হচ্ছে
  • iPhone 13 চার বছর পুরনো হলেও এখনও চাহিদা আছে
বিজ্ঞাপন

Amazon এবং Flipkart-এর ফেস্টিভ সিজন সেল গত মাসে সমাপ্ত হয়েছে। মেগা ডিসকাউন্ট ও অফার পেতে আবার এক বছর অপেক্ষা। তবে আজ আপনাকে এমন একটা অফারের সন্ধান দেবো, যা পুজোর সময় সেলেও পাওয়া যায়নি। 79,900 টাকা দামে ভারতে লঞ্চ হওয়া iPhone 13 এখন পাওয়া যাচ্ছে মাত্র 32,900 টাকায়। তাও এই দাম কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট ছাড়াই। অর্থাৎ, আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আবার ক্রেডিট কার্ডে মাসিক কিস্তির (EMI) মাধ্যমে কিনলে 5,000 টাকা পর্যন্ত বা 5 থেকে 7.5 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। চলুন দেখে নিই iPhone 13 কোন প্ল্যাটফর্মে এমন আকর্ষণীয় অফারে কেনা যাচ্ছে।

iPhone 13 কিনুন 32,900 টাকায়

iPhone 13 লঞ্চ হয়েছিল 2021 সালের সেপ্টেম্বরে। সেই সময় দাম ছিল 79,900 টাকা। বিগত চার বছরে অনেকটা দাম কমেছে। আর এখন Vijay Sales ফোনটিকে বিক্রি করছে 32,900 টাকায়। আইফোনের এই মডেলটির লিস্টেড প্রাইস 49,900 টাকা। অর্থাৎ, 17,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। তবে আপনি আইসিআইসিআই (ICICI) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড EMI-তে কিনলে 5,000 টাকা তাৎক্ষণিক ছাড় পেতে পারেন।

অন্য দিকে, iPhone 13 এর 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভিজয় সেলসে 56,900 টাকায় বিক্রি হচ্ছে। ICICI এবং SBI কার্ডের EMI অফার এই মডেলের উপরেও প্রযোজ্য। ফোনটি একাধিক রঙের বিকল্পে কেনার সুযোগ আছে। কালার অপশনগুলোর মধ্যে রয়েছে মিডনাইট, গ্রীন, ব্লু, পিঙ্ক, স্টারলাইট, ও রেড।

Latest and Breaking News on NDTV

Photo Credit: Vijay Sales

iPhone 13 স্পেসিফিকেশন ও ফিচার্স

আইফোন 13 একটি 6.1 ইঞ্চি XDR OLED ডিসপ্লে সহ এসেছে, যা FHD+ রেজোলিউশন (1,170 x 2,532 পিক্সেল), 1,200 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন আছে। ডিভাইসটি 5 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হেক্সা-কোর Apple A15 Bionic প্রসেসর দিয়ে সজ্জিত। ফোনটিতে iOS 15 প্রি-ইনস্টলড ছিল, তবে এখন iOS 26.1 ভার্সনে আপগ্রেড করা যাবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, আইফোন থার্টিন ডুয়াল এলইডি ফ্ল্যাশ ও ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। এতে f/1.6 অ্যাপারচার এবং সেন্সর-শিফ্ট OIS সহ 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 23 মিমি ওয়াইড 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

হ্যান্ডসেটটি 3,240 এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে, যা 30 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যায়। এতে 15 ওয়াট ওয়্যারলেস ম্যাগসেফ এবং 15 ওয়াট Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। এটি IP68-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা পেয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  2. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
  3. Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
  4. Redmi Turbo 5: রেডমির 9,000mAh ব্যাটারির ফোন নিয়ে বড় আপডেট, বাজার কাঁপাতে লঞ্চ শীঘ্রই
  5. Moto G67 Power 5G সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না
  7. Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!
  8. Tecno মাত্র 9,999 টাকায় অপরূপ দেখতে ফোন আনল, 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  9. Vivo Y500 Pro সস্তায় 200MP ফ্ল্যাগশিপ ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে 10 নভেম্বর লঞ্চ হচ্ছে
  10. ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »