অসাধারণ ছাড়ের মাধ্যমে পাওয়া যাবে iphone 15 প্লাস, দেখে নিন এটির অফারগুলি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 সেপ্টেম্বর 2024 12:36 IST
হাইলাইট
  • আইফোন 15 প্লাস ফোনটি সেপ্টেম্বর 2023 এ লঞ্চ হয়েছিল
  • এই হ্যান্ডসেটটি 6.7 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত
  • আইফোন 15 প্লাস ফোনটি তিনটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ

iPhone 15 Plus (pictured) is offered in Black, Blue, Green, Pink and Yellow colourways

Photo Credit: Apple

2023 সালের সেপ্টেম্বর মাসে আইফোন 15 সিরিজের অন্যান্য ফোনের সাথে প্লাস আইফোন 15 প্লাস লঞ্চ করা হয়েছিল, যেটির মধ্যে আইফোন 15,আইফোন 15প্রো এবং আইফোন 15প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত ছিল।
অন্যদিকে চলতি বছরে 9 ই সেপটেম্বর অ্যাপলের আইফোন 16 ফোনটি উন্মোচন হওয়ার জন্য নির্ধারিত হয়েছে। ভারতে আইফোন 16 লঞ্চের আগেই,একটি ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ,Bionic চিপসেট দ্বারা চালিত আইফোন 15 প্লাসের দাম কম করা হয়েছে। ফোনটির এই মূল্য,লঞ্চিং মূল্য এবং বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত মূল্যের তুলনায় অনেক কম।

ভারতে iPhone 15 Plus মূল্যের ছাড় এবং উপলব্ধতা:

অ্যাপল কোম্পানীর ভারতীয় ওয়েবসাইটে আইফোন 15 প্লাসের 128জিবি বিকল্পটির দাম 89,600টাকা। বর্তমানে ফ্লিপকার্টে এই একই বিকল্পটি 13,601 টাকা ছাড়ে 75,999 টাকায় তালিকাভুক্ত করা আছে। এছাড়াও গ্রাহকরা বিভিন্ন এক্সচেঞ্জ অফার ব্যবহার করে হ্যান্ডসেটটি আরও কম দামে ক্রয় করতে পারবেন।
অন্যদিকে গ্রাহকরা HSBC, বা ফেডারেল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ব্যবহার করে, নির্ণিত ডিসকাউন্ট মূল্যের উপর 1,500 টাকা ছাড় পাবেন। আবার ব্যাঙ্ক অফ বরোদার BOBCARD ধারণকারীরা এবং UPI ব্যবহারকারীরা অতিরিক্ত 1000 টাকা ছাড় পেতে পারেন।

iPhone 15 Plus-এর 256জিবি এবং 512জিবি বিকল্পগুলি 85,999 টাকা এবং 1,05,999 টাকা ডিসকাউন্ট মূল্যে ফ্লিপকার্টে উপলব্ধ।অ্যাপেল অফিসিয়াল ওয়েবসাইটে এই বিকল্পগুলির দাম যথাক্রমে 99,600 টাকা এবং 1,19,600 টাকা।
উল্লেখযোগ্য ভাবে আগামী কয়েক দিনের মধ্যে আসন্ন iPhone 16 এর লঞ্চের কারণে, ভারতে iPhone 15 সিরিজের অন্যান্য ফোন সহ iPhone 15 প্লাসের দাম কমে যেতে পারে।

Iphone 15 প্লাসের স্পেসিফিকেশন এবং ফিচার:

আইফোন 15 plus ফোনটিতে একটি 6.7-ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে রয়েছে।হ্যান্ডসেটটি A16 Bionic চিপসেট দ্বারা চালিত। এবং এটি অ্যাপেল স্মার্টফোনগুলোর মধ্যে সর্ব প্রথম USB Type-C চার্জিং পোর্ট দ্বারা সজ্জিত স্মার্টফোন।

ক্যামেরার ক্ষেত্রে এটির পিছনে একটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে। সেলফির ক্ষেত্রে ফোনটি 12 মেগাপিক্সেলের ট্রু ডেপথ ক্যামেরা দ্বারা সজ্জিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
  2. Nothing Phone 3 Lite এর সঙ্গে 10,000 টাকার উপহার পাবে ক্রেতারা, চমকে দেওয়া অফার আনল কোম্পানি
  3. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  4. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
  5. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  6. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  7. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  8. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  9. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  10. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.