iPhone 15 নির্বাচিত ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI-তে কিনলে সর্বাধিক 7,500 টাকা ছাড় পাওয়া যাবে।
iPhone 15 is available with a huge discount
iPhone কেনার শখ নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। প্রায় সবার লক্ষ্য, নিজেকে Apple-এর প্রিমিয়াম ইকোসিস্টেমের সঙ্গে জোড়া। আর আপনিও যদি নতুন আইফোন নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে সঠিক সময়ের অপেক্ষা করছেন, তাহলে সুখবর রয়েছে। এই মুহূর্তে iPhone 15 ভারী ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে। স্মার্টফোনটি অনলাইন সেলে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। কোম্পানি সরাসরি 12 শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে সাশ্রয়ের অঙ্ক আরও বেড়ে যাচ্ছে। চলুন iPhone 15 মডেলের অফার এবং ডিল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
iPhone 15 ভারতে 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। Vijay Sales ফোনটির 128 জিবি স্টোরেজ ভার্সন তাদের ওয়েবসাইটে 52,990 টাকায় বিক্রি করছে। যেখানে অন্য সময় সাধারণত এই ফোনের লিস্টিং প্রাইস 59,990 টাকা থাকে। এর অর্থ হল, ডিভাইসটি 7,000 টাকার বিশাল ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ। তবে এখানেই শেষ নয়৷ পাশাপাশি আরও কিছু অফার আছে।
Vijay Sales ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। American Express ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI বা মাসিক কিস্তির বিকল্পে কিনলে সর্বাধিক 7,500 টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে iPhone 16 মডেলের দাম 45,400 টাকায় নেমে আসবে। অর্থাৎ সমস্ত অফার মিলিয়ে হ্যান্ডসেটের উপর মোট ছাড়ের অঙ্ক 14,500 টাকা পর্যন্ত পৌঁছতে পারে।
এছাড়াও, অন্য ব্যাঙ্কের কার্ডেও অফার আছে। যেমন, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড EMI-তে 5 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নো-কস্ট EMI অপশনে কিনলে 2,000 টাকা তাৎক্ষণিক ছাড় পাবে।
আইফোন 15 মডেলের সামনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে আছে, যা 1,179 x 2,556 পিক্সেল রেজোলিউশন, 2000 নিট পিক ব্রাইটনেস, HDR10, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত হেক্সা-কোর Apple A17 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি IP68 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতার সাথে এসেছে। ব্যাটারি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে।
iPhone 15 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে সেন্সর শিফ্ট OIS এবং ডুয়াল পিক্সেল PDAF সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। ডিভাইসে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e Launch Timeline Leaked Again; Tipped to Feature Dynamic Island Instead of Notch