প্রকাশিত হলো iQOO Z10X হ্যান্ডসেটটির ডিজাইন এবং কিছু মূল বৈশিষ্ট্য

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 3 এপ্রিল 2025 13:45 IST
হাইলাইট
  • আশা করা যাচ্ছে, iQOO Z10X হ্যান্ডসেটটি iQOO Z9X-এর উত্তরসূরী হবে
  • হ্যান্ডসেটটিকে নীল রঙের বিকল্পের সাথে টিজ করা হয়েছে
  • iQOO Z10X হ্যান্ডসেটটিতে সম্ভবত একটি 6,500mAh ব্যাটারী থাকবে

iQOO Z10X (ছবিতে) Amazon-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।

Photo Credit: iQOO

iQOO Z10X হ্যান্ডসেটটি, তার বেস iQOO Z10 বিকল্পের সাথে ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানি iQOO Z9X 5G-এর উত্তরসূরির কিছু মূল ফিচার সহ এটির ডিজাইন, চিপসেট এবং ব্যাটারীর বিবরণ প্রকাশ করেছে। টিজারে ফোনটিকে নীল রঙের সাথে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত দেখা যাচ্ছে। এর আগে IQOO Z10X-হ্যান্ডসেটটিকে Bureau Of Indian Standards (BIS) দেখা গিয়েছে, যেটি শীঘ্রই ভারতে লঞ্চ হওয়ার ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য ভাবে বলা ভালো বেস iQOO Z10 মডেলটি Snapdragon 7s Gen 3 SoC এবং 7300mAh ব্যাটারীর সাথে নিশ্চিত ভাবে আসতে চলেছে।iQOO Z10X হ্যান্ডসেটটির ভারত লঞ্চ:একটি লাইভ অ্যামাজন মাইক্রোসাইট নিশ্চিত করছে যে, iQOO Z10X ফোনটি আগামী 11-ই এপ্রিল ভারতে iQOO Z10-এর সাথে লঞ্চ হতে চলেছে। মাইক্রোসাইতে এটিও পরামর্শ দেয় যে, এটি দেশের বাজারে এই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে।

মাইক্রোসাইটে iQOO Z10X-ফোনটিকে নীল রঙের সাথে টিজ করা হয়েছে। ফোনটির পিছনের উপরের বাম দিকে একটি আয়তকার রিয়ার ক্যামেরা মডিউল আছে যেটিতে দুটি ক্যামেরা সেন্সর, একটি রিং লাইট এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট আছে। ফোনটির নিচের প্রান্তে একটি স্পিকার গ্রিল, একটি USB Type-C-পোর্ট, সিম স্লট এবং একটি মাইক দেখা যাচ্ছে।

এছাড়াও মাইক্রোসাইটটি নিশ্চিত করেছে যে, iQOO Z10X ফোনটি 4nm MediaTek Dimensity 7300 SoC দ্বারা চালিত হবে। বলা হয়েছে যে এটি 7,28,000-এরও বেশী An Tu Tu-স্কোর অর্জন করেছে। ফোনটি এই সেগেমেন্টের মধ্যে সবচেয়ে দ্রুত প্রসেসর পেয়েছে বলে দাবি করা হয়েছে। মাইক্রোসাইটের নিচের একটি লেখা থেকে মনে করা হচ্ছে, দেশে এটির দাম 15,000 টাকার নিচে হতে পারে। আরো বলা হয়েছে যে হ্যান্ডসেটটি 8জিবি+256জিবি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে আসতে পারে। লঞ্চের সময় ফোনটির আরো বিকল্প প্রদান করার সম্ভবনা আছে।

iQOO Z10X-ফোনটি নিশ্চিতভাবে 6,500mAh ব্যাটারী নিয়ে আসতে চলেছে। এছাড়া ফোনটির অন্য আর কোনো বিবরণ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। লঞ্চের তারিখ এগিয়ে আসার সময়ের মধ্যেই আমরা আরোও কিছু জানার আশা রাখতে পারি।

অন্যদিকে iQOO Z10-ফোনটি দেশের বাজারে 22,000 টাকার নিচে হবে বলে টিজ করা হয়েছে। এটি Snapdragon 7s Gen 3 SoC এবং 90W-এর ফ্ল্যাশ চার্জিং সমর্থিত একটি 7,300mAh-ব্যাটারী নিয়ে আসবে। এছাড়াও এটিতে 5000নিট উজ্জ্বলতা সম্পন্ন একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে বলে আশা করা যাচ্ছে। এটি গ্লেসিয়ার সিলভার, স্টেলার ব্ল্যাক শেডে আসতে চলেছে এবং এটিতে একটি 7.89মিমির পাতলা প্রোফাইল আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  2. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
  3. iQOO ভারতে লঞ্চ হবে এই তারিখে, 100x ক্যামেরা জুম সহ থাকবে গেমিং প্রসেসর
  4. Nothing Phone 3a Lite অক্টোবর 29 লঞ্চ হচ্ছে, নজর কাড়বে LED আলোর ডিজাইন!
  5. Lava Shark 2 4G বাজারে এল মাত্র 6,999 টাকায়, রয়েছে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা
  6. Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
  7. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  8. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  9. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  10. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.