Top Smartphones Under Rs. 15,000 in India (June 2025): 15,000 টাকার মধ্যে সেরা 5 স্মার্টফোন দেখে নিন

জুন মাসে 15,000 টাকার মধ্যে সেরা পাঁচটি ফোনের খোঁজ রইল প্রতিবেদনে। এখানে Samsung, iQOO, Vivo, Realme, Infinix এর মডেলের লিস্ট রয়েছে।

Top Smartphones Under Rs. 15,000 in India (June 2025): 15,000 টাকার মধ্যে সেরা 5 স্মার্টফোন দেখে নিন

Photo Credit: Infinix

15,000 টাকার সেগমেন্টে Infinix Note 50x নতুন এন্ট্রি

হাইলাইট
  • Samsung Galaxy M16 এর 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 12,499 টাকা
  • 15,000 টাকা সেগমেন্টে Infinix Note 50x এই সেগমেন্টে লেটেস্ট মডেল
  • Vivo T4x ভারতে 15,000 টাকার রেঞ্জে অন্যতম সেরা অপশন
বিজ্ঞাপন

সবার দামি ফোন কেনার সামর্থ থাকে না। সেই কারণে বাজেট স্মার্টফোন সেগমেন্টে বিকল্প প্রচুর। সময়ের সাথে সামঞ্জস্য বজায় রেখে আজকাল কমদামি ফোনগুলিতেও আকর্ষণীয় বৈশিষ্ট্যের সমাহার দেখা যাচ্ছে। আগে যেখানে অপেকাক্ষৃত সস্তা মোবাইল কেনার সময় ডিসপ্লে ও ব্যাটারি মেজর ফেক্টর হিসাবে বিবেচিত হত, সেখানে এখন প্রসেসর, ক্যামেরা, কানেক্টিভিটি, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানদন্ড হিসাবে ধরা হচ্ছে। বাজার দখল করতে Samsung, iQOO, Realme সহ নানা ব্র্যান্ড 15,000 টাকার মধ্যে একের পর এক নতুন ফোন লঞ্চ করছে। ফলে ক্রেতাদের একাংশ বেশি খরচ না করে কম দামে ভাল ফোন ব্যবহারের দিকে ঝুঁকছেন। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে 15,000 টাকার সেগমেন্টে পাঁচটি সেরা স্মার্টফোনের হদিশ রইল।

Samsung Galaxy M16 5G 

 Samsung Galaxy M16 আমাদের তালিকার এক নম্বরে জায়গা পেয়েছে। দেখতে আহামরি না হলেও, ভরসাযোগ্যতার জন্য ফোনটি প্রথম স্থান অধিকার করেছে। এতে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। MediaTek Dimensity 6300 প্রসেসর 8GB পর্যন্ত RAM এবং সর্বাধিক 128GB অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর বর্তমান। ফোনটির সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

মেজর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.7 ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড, 90 হার্টজ রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 6300
  • র‍্যাম এবং স্টোরেজ: 8 জিবি পর্যন্ত র‍্যাম, 128 জিবি পর্যন্ত স্টোরেজ
  • পিছনের ক্যামেরা: 50 মেগাপিক্সেল (প্রাইমারি) + 5 মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + 2 মেগাপিক্সেল (ম্যাক্রো)
  • সামনের ক্যামেরা: 13 মেগাপিক্সেল
  • ব্যাটারি ও চার্জিং স্পিড: 5,000mAh ও 25W
  • অপারেটিং সিস্টেম: Android 14 নির্ভর One UI 6

ভারতে Samsung Galaxy M16 এর দাম

ভারতে Samsung Galaxy M16 এর দাম 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। এই মডেলে 4GB + 128GB স্টোরেজ আছে। অন্যদিকে 6GB এবং 8GB র‍্যাম ভেরিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা এবং 15,499 টাকা। ফোনটি ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন এবং থান্ডার ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। Amazon, Samsung India ওয়েবসাইট এবং অফলাইন দোকানের মাধ্যমে কেনা যাবে।

iQOO Z10x

আমাদের তালিকায় দুই নম্বর স্থান থেকে চাইনিজ ফোনের রমরমা শুরু। 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে iQOO Z10x স্মার্টফোনে। এটি MediaTek Dimensity 7300 প্রসেসরে চলে এবং 8GB পর্যন্ত RAM ও সর্বাধিক 256GB অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। iQOO Z10x এর ব্যাক প্যানেলে অটোফোকাস সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। ফোনটির 6,500mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

মেজর স্পেসিফিকেশন 

  • ডিসপ্লে: 6.7 ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি, 120 হার্টজ রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 7300
  • র‍্যাম এবং স্টোরেজ: 8 জিবি পর্যন্ত র‍্যাম, 256 জিবি পর্যন্ত স্টোরেজ
  • পিছনের ক্যামেরা: 50 মেগাপিক্সেল (প্রাইমারি) + 2 মেগাপিক্সেল (বোকেহ)
  • সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল
  • ব্যাটারি ও চার্জিং স্পিড: 6,500mAh ও 44W 
  • অপারেটিং সিস্টেম: Android 15 বেসড

ভারতে iQOO Z10x এর দাম

ভারতে iQOO Z10x এর 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য 13,499 টাকা খরচ হবে। অন্যদিকে, 8GB + 128GB এবং 8GB + 256GB অপশনের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,499 টাকা। এটি Amazon এবং iQOO India Store থেকে আল্ট্রামেরিন এবং টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে।

Infinix Note 50x

Infinix Note 50x একটি ব্র্যান্ড নিউ মডেল। এই হ্যান্ডসেটে 90Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি HD+ LCD স্ক্রিন রয়েছে। MediaTek Dimensity 7300 চিপসেট 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। Infinix Note 50x-এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এতে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও রয়েছে। ফোনটির 5,500mAh ব্যাটারি 45W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

মেজর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.7 ইঞ্চি এইচডি+ এলসিডি, 120 হার্টজ রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 7300
  • র‍্যাম এবং স্টোরেজ: 8 জিবি পর্যন্ত র‍্যাম, 128 জিবি পর্যন্ত স্টোরেজ
  • পিছনের ক্যামেরা: 50 মেগাপিক্সেল (প্রাইমারি) + একটি অজানা সেকেন্ডারি ক্যামেরা 
  • সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল
  • ব্যাটারি ও চার্জিং স্পিড: 5,500mAh ও 45W
  • অপারেটিং সিস্টেম: Android 15-নির্ভর XOS 15 


ভারতে Infinix Note 50x এর দাম

ভারতে Infinix Note 50x এর দাম 11,499 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 6GB + 128GB স্টোরেজের মূল্য। আর 8GB + 128GB মডেলটির দাম 12,999 টাকা। এটি এনচ্যান্টেড পার্পল, সি ব্রিজ গ্রিন এবং টাইটানিয়াম গ্রে রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

Realme P3x

Realme P3x এই বছরের শুরুতে Realme P3 Pro এর সাথে লঞ্চ হয়েছিল। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন ব্যবহার হয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট, 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ অফার করে। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল৷ ডিভাইসটির 6,000mAh ব্যাটারি 45W চার্জারে চার্জ দেওয়া যাবে।

মেজর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.72 ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি, 120 হার্টজ রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 6400
  • র‍্যাম এবং স্টোরেজ: 8 জিবি পর্যন্ত র‍্যাম, 128 জিবি পর্যন্ত স্টোরেজ
  • পিছনের ক্যামেরা: 50 মেগাপিক্সেল (প্রাইমারি) + 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা 
  • সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল
  • ব্যাটারি ও চার্জিং স্পিড: 6,000mAh ও 45W
  • অপারেটিং সিস্টেম: Android 15-নির্ভর Realme UI 6.0

ভারতে Realme P3x এর দাম

ভারতে Realme P3x এর দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 6 জিবি র‍্যাম + 1268 জিবি স্টোরেজ অফার করে। এছাড়া, 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 14,999 টাকা খরচ হবে। এটি লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক রঙে কেনা যাবে। রিয়েলমি ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পেয়ে যাবেন।

Vivo T4x

Vivo T4x মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে। এতে 6.72 ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর দ্বারা পরিচালিত যা 8 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটির পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর রয়েছে। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং অফার করে।

মেজর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.72 ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি, 120 হার্টজ রিফ্রেশ রেট
  • প্রসেসর: MediaTek Dimensity 7300
  • র‍্যাম এবং স্টোরেজ: 8 জিবি পর্যন্ত র‍্যাম, 256 জিবি পর্যন্ত স্টোরেজ
  • পিছনের ক্যামেরা: 50 মেগাপিক্সেল (প্রাইমারি) + 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা 
  • সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল
  • ব্যাটারিও চার্জিং স্পিড: 6,500mAh ও 44W
  • অপারেটিং সিস্টেম: Android 15-নির্ভর FuntouchOS 15

ভারতে Vivo T4x এর দাম

ভারতে Vivo T4x এর স্টার্টিং প্রাইস 13,999 টাকা যা 6 জিবি + 128 জিবি স্টোরেজ অফার করে। এটির 8 জিবি + 128 জিবি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। মেরিন ব্লু এবং প্রোন্টো পার্পল রঙে কিনতে পারবেন। ফোনটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও অফলাইন স্টোরে উপলব্ধ।

  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish IP64-rated design
  • Dynamic light is useful
  • Good raw performance
  • Bad
  • Software needs optimisation
  • Cameras need a lot of work
  • Charging is relatively slow
  • Speakers aren't loud enough
  • No 3.5mm headphone jack
Display 6.72-inch
Processor MediaTek Dimensity 7300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2408 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI প্রযুক্তি এবার ইয়ারফোনে, অবাক করা ফিচার্সের সাথে আসছে OnePlus Buds 4
  2. চীনের বাজার কাঁপিয়ে এবার ভারতে আসছে Vivo X Fold 5, ব্যাটারি ও ক্যামেরায় চমক
  3. 12,450mAh ব্যাটারি, 13 ইঞ্চি স্ক্রিনের ট্যাব আনল Honor, ফিচার্স চোখ কপালে তুলবে!
  4. 65 শতাংশ ছাড়! Amazon Prime Day 2025 সেলে সস্তায় মিলবে ফোন, ট্যাব, ল্যাপটপ, টিভি সহ প্রচুর জিনিস
  5. Oppo Reno 14 ও Reno 14 Pro অনবদ্য ক্যামেরা ও AI ফিচার্সের সাথে দেশে লঞ্চ হল, দামে বড় চমক
  6. Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta
  7. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Realme 15T স্মার্টফোনের প্রচুর তথ্য, থাকবে 12GB RAM
  8. মাত্র 9,499 টাকায় কিনুন Vivo-র নতুন 5G ফোন, এমন সস্তায় এত ফিচার্স পাবেন না
  9. Vivo X200 FE ভারতে 14 জুলাই লঞ্চ হচ্ছে, থাকবে 6,500mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা
  10. হেডফোনের জগতে ঝড় তুলে হাজির Nothing Headphone 1, দাম, ফিচার্স জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »