8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 অগাস্ট 2025 12:30 IST
হাইলাইট
  • iQOO Z10 Turbo+ 5G ফোনে 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ আছে
  • স্মার্টফোনটি তিনটি রঙে লঞ্চ হয়েছে
  • iQOO Z10 Turbo+ 5G এর প্রধান আকর্ষণ 8,000mAh ব্যাটারি

iQOO Z10 Turbo+ 5G এর বিশেষত্ব 8,000mAh ব্যাটারি

Photo Credit: iQOO

iQOO Z10 Turbo+ 5G স্মার্টফোনের জগতে ঝড় তুলে আত্মপ্রকাশ করল। এই মিড-রেঞ্জ ফোনে 8,000mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সময়ের সাথে সাথে মোবাইল ফোনে চার্জ ধরে রাখার ক্ষমতা বাড়ছে। পাওয়ার ব্যাকআপের সেই বেঞ্চমার্ক নতুন উচ্চতায় নিয়ে গেল আইকুর লেটেস্ট মডেল। MediaTek Dimensity 9400+ প্রসেসর, 16 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি স্টোরেজের কম্বিনেশনে পুরো দৌড়বে নয়া হ্যান্ডসেটটি। iQOO Z10 Turbo+ 5G এর অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, IP65 রেটিং, 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, ও IR ব্লাস্টার।

iQOO Z10 Turbo+ 5G স্পেসিফিকেশন

iQOO Z10 Turbo+ 5G ফোনটির সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 2,800×1,260 পিক্সেল রেজোলিউশন, HDR প্রযুক্তি, 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটির আসপেক্ট রেশিও 20:9 ও স্ক্রিন-টু-বডি রেশিও 93.42 শতাংশ। নতুন ফোনটি 3 ন্যানোমিটার প্রক্রিয়ার উপর নির্মিত অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ চিপসেট দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x আল্ট্রা র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

ডুয়াল-সিমের সুবিধা যুক্ত আইকিউ জেড10 টার্বো+ 5G চলে অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক OriginOS 5 কাস্টম স্কিনে। গেমিংয়ের জন্য এতে Immortalis-G925 GPU রয়েছে। নতুন হ্যান্ডসেটটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা USB Type-C Gen 2 পোর্টের মাধ্যমে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে ব্লুটুথ 5.4, Wi-Fi 7, জিপিএস, Beidou, GLONASS, এবং Galileo বর্তমান।

ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। যার মধ্যে f/1.7 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। আর সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। প্রাইমারি রিয়ার ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তিতে সজ্জিত। এটি 4K ভিডিও রেকর্ডিং ও 1080p স্লো-মোশন ভিডিও শুটিংও সমর্থন করে।

iQOO Z10 Turbo+ 5G এর দাম

চীনে iQOO Z10 Turbo+ 5G এর দাম 2,299 ইউয়ান থেকে শুরু হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,500 টাকা। এটি 12 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। এছাড়াও ফোনটি 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি, ও 16 জিবি + 512 জিবি কনফিগারেশনে উপলব্ধ। স্টোরেজ ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 2,699 ইউয়ান (প্রায় 32,900 টাকা), 2,499 ইউয়ান (30,500 টাকা), ও 2,999 ইউয়ান (36,500 টাকা)। এটি পোলার অ্যাশ, ইউনহাই হোয়াইট ও ডেজার্ট (চীনা থেকে অনুবাদ) রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।  ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।

 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9400+
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 16GB
Battery Capacity 8,000mAh
OS Android 15
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  2. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  3. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  4. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  5. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  6. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  7. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  8. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  9. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  10. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.