Flipkart ও Amazon এ শুরু হল Mi Days Sale। অন্যদিকে Mi.com থেকে শুরু হল Mi Super Sale। এই সেলে সস্তা হয়েছে একগুচ্ছ Xiaomi প্রোডাক্ট। 9 জুলাই পর্যন্ত এই সেল চলবে।
9 জুলাই পর্যন্ত এই সেল চলবে
Flipkart ও Amazon এ শুরু হল Mi Days Sale। অন্যদিকে Mi.com থেকে শুরু হল Mi Super Sale। এই সেলে সস্তা হয়েছে একগুচ্ছ Xiaomi প্রোডাক্ট। 9 জুলাই পর্যন্ত এই সেল চলবে। এই সেলে Amazon, Flipkart আর Mi.com থেকে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অফার নিয়ে এসেছে এই তিন ওয়েবসাইট।
এই সেলে Amazon, Flipkart আর Mi.com থেকে সস্তা হয়েছে e Redmi 6A, Redmi Note 5 Pro, Poco F1, Mi A2 আর Redmi Y3। কোন ফোনে কত ছাড় মিলছে জানতে এই প্রতিবেদনে নজর রাখুন।
পাঁচ দিনের এই সেলে সস্তা হয়ছে Redmi 6A। 6,199 টাকা তকেকে পাওয়া যাচ্ছে এই ফোনের 2GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। Mi.com আর Amazon থেকে পাওয়া যাবে Redmi 6A। 11,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 5 Pro ফোনের 6GB RM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। Amazon, Flipkart আর Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে।
এই সেল উপলক্ষ্যে ওপেন সেলে বিক্রি হচ্ছে Redmi Note 7 Pro এর 6GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 12 জুলাই ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7 Pro ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট।
এই সেলে Redmi Note 7S কিনলে এক্সচেঞ্জে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও Redmi Y3, Poco F1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনে থাকছে আকর্ষনীয় অফার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video