Vivo Z1 Pro, Vivo U10, Vivo Y15, Vivo Y12 ফোনে বিশেষ ছাড়

 Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo V15, Vivo S1 ও Vivo Y17। এছাড়াও 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এক্সচেঞ্জ করলে। 

Vivo Z1 Pro, Vivo U10, Vivo Y15, Vivo Y12 ফোনে বিশেষ ছাড়

Vivo Y12-র 3GB RAM + 64GB ভ্যারিয়্যান্টটির দামও 10,990 টাকা থেকে কমে 9,990 টাকা হয়েছে

বিজ্ঞাপন

Vivo Z1 Pro, Vivo V17 Pro, Vivo Z1x, Vivo U10, Vivo Y15 এবং Vivo Y12— এই স্মার্টফোনগুলিতে ছাড় দিচ্ছে চিনা সংস্থা। ভারতে তাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষেই এই ছাড় দেওয়া হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই অফার শুরু হচ্ছে মঙ্গলবার ১২ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশভর অনলাইন  ও অফলাইনশ দু'ভাবেই এই অফারের সুযোগ নিতে পারবেন গ্রাহকরা। ছাড়ের পাশাপাশি নো কস্ট ইএমআই বা এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে বাছাই স্মার্টফোনে। এর সঙ্গে HDFC Bank ও ICICI Bank-এর সঙ্গে জোট গড়ে 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে এই সংস্থা। এখানেই শেষ নয়। নির্বাচিত Vivo মডেলের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ব্লুটুথ হেডফোন, ইয়ারফোন ও নেকব্যান্ডস। 

অফলাইন স্টোরে Vivo ক্যাশব্যাক অফার দিচ্ছে। পাশাপাশি নো কস্ট ইএমআই বা বিনামূল্যে অ্যাকসেসারিও। এদের মধ্যে রয়েছে  Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo V15, Vivo S1 ও Vivo Y17। এছাড়াও 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এক্সচেঞ্জ করলে। 

HDFC অথবা ICICI Bank কার্ড ব্যবহার করলে 10 শতাংশ ক্যাশব্যাক অথবা জিরো ডাউন পেমেন্টে নো কস্ট অপশনের সুযোগ। এছাড়াও Bajaj Finance-এর মাধ্যমে 5 শতাংশ ক্যাশব্যাক ও জিরো ডাউনপেমেন্টের সুবিধা নেওয়া যাবে। এছাড়াও ক্রেতারা ব্লুটুথ হেডফোন, ইয়ারফোন ও নেকব্যান্ডস বা অন্য উপহার পেতে পারবেন নির্বাচিত স্মার্টফোনের ক্ষেত্রে। 

Vivo Y15-এর দাম 12,990 টাকা থেকে কমে গিয়ে 11,990 টাকা হয়েছে। Vivo Y12-র 3GB RAM + 64GB ভ্যারিয়্যান্টটির দামও 10,990 টাকা থেকে কমে 9,990 টাকা হয়েছে। 

এর পাশাপাশি Vivo অফার দিচ্ছে Vivo India online store, Amazon, Flipkart এবং অন্যান্য অনলাইন মার্কেটের মাধ্যমেও। 

Vivo U10 ফোনে এখন ছাড় পাওয়া যাচ্ছে 500 টাকার। Vivo Z1x ফোনে 1,000 টাকার ছাড় মিলছে। এছাড়াও প্রিপেড ছাড় পাওয়া যাচ্ছে  Vivo Z1 Pro, V17 Pro, Vivo V15 Pro, Vivo S1 ও Vivo Z1x-এর ক্ষেত্রেও। 

Vivo Z1x-এর নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে 4GB RAM + 128GB। Flipkart ও Vivo India online store-এ এই ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে বিশেষ মূল্য 15,990 টাকায়। এছাড়াও মিলবে 1,000 টাকার প্রিপেড ডিসকাউন্ট ও নো কস্ট ইএমআই-এর অপশনও।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme 16 Pro সিরিজের প্রথম টিজার প্রকাশ, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারিতে বাজার কাঁপাবে
  2. Samsung-এর নতুন চমক, বাজেট থেকে মিড-রেঞ্জে তিন দুর্দান্ত স্মার্টফোন আনছে
  3. ডিসেম্বরে অবিশ্বাস্য অফার, ফাস্টেট চার্জিং 5G স্মার্টফোনে মিলছে প্রায় 13,000 টাকা ডিসকাউন্ট
  4. Redmi Note 15 5G-এর টিজার প্রকাশ, এই তারিখে ভারতে আসছে, 108MP ক্যামেরা ও কার্ভড ডিসপ্লে থাকবে
  5. Nothing Phone 3a Community Edition চোখধাঁধানো ডিজাইন ও ফিচার্স সহ লঞ্চ হল, বাজারে মাত্র 1000 পিস মিলবে
  6. Oppo A6L বিশাল 7,000mAh ব্যাটারি, 12 জিবি র‍্যাম, ও 80W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হল
  7. Lava Play Max: গেমিং ফোন মাত্র 12,999 টাকায়, ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ঠান্ডা থাকবে ডিভাইস
  8. Poco C85 5G জলের দরে ভারতে লঞ্চ হল, এত ফিচার্স অন্য ফোনে খুঁজলেও পাবেন না
  9. Oppo Find X9-এর নতুন রেড ভেলভেট ভার্সনের সেল শুরু, মিলছে 7,000 টাকা ডিসকাউন্ট
  10. iPhone 16 Pro Max-এর মতো ডিজাইন নিয়ে Realme Narzo 90 Series 5G শীঘ্রই ভারতে আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »