Photo Credit: ProAndroid
অনেক দিন ধরেই পপ-আর ক্যামেরার নতুন Motorola স্মার্টফোন ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। অবশেষে আগামী সপ্তাহে লঞ্চ হবে সেই স্মার্টফোন। 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola One Hyper। এই ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। সম্প্রতি এই ফোন লঞ্চের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে Motorola। Motorola One Hyper ফোনে থাকতে পারে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 Pro, Realme X, Redmi K20 এর মতো ফোনগুলিকে টেক্কা দিতে এই ফোন লঞ্চ করছে Motorola।
3 ডিসেম্বর ব্রাজিলে লঞ্চ হবে Motorola One Hyper। লঞ্চ ইভেন্টের আমন্ত্রণে একটি পপ-আপ ক্যামেরার স্কেচ রয়েছে। লঞ্চের পরে এটাই কোম্পানির প্রথম পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন হতে চলেছে।
Earlier this month, the Motorola One Hyper was spotted on the US FCC website with model number XT2027-1. The supposed FCC listing included a diagram that suggested its 6.69-inch display. The smartphone was also found to have NFC support.
The Motorola One Hyper is rumoured to come with a full-HD+ IPS display -- without any notch or cutout design. It is also said to have the Snapdragon 675 SoC, coupled with at least 4GB of RAM and 128GB of onboard storage that is expandable via microSD card.
In terms of optics, the Motorola One Hyper is tipped to sport a dual rear camera setup with a 64-megapixel primary sensor and an 8-megapixel secondary sensor. The smartphone is also said to have the 32-megapixel selfie camera sensor along with an f/2.0 lens.
The Motorola One Hyper is likely to retain Google's Android One branding and run Android 10 out-of-the-box with almost a vanilla experience. Moreover, it could have a USB Type-C port along with fast charging support and include a 3.5mm headphone jack.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন