Amazon Great Republic Day সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচ, স্মার্ট টিভি-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রচুর ছাড়ে বিক্রি হচ্ছে।
Nothing Phone 3 features an all 50-megapixel triple rear camera setup
Amazon Great Republic Day Sale 2026 ক্রেতাদের জন্য বড়সড় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে। ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, PC, স্মার্ট টিভি-সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রচুর ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি কম দামে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তাহলে আজ একটি অবিশ্বাস্য অফারের সন্ধান দেবো৷ Nothing Phone 3 অ্যামাজনের সেলে 37,000 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে৷ ব্যাঙ্ক ডিসকাউন্ট যোগ করলে অতিরিক্ত সাশ্রয় হবে। ফোনের পিছনের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। চলুন স্মার্টফোনটির সেল প্রাইস এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক৷
Nothing Phone 3 গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল৷ তখন 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে বেস মডেলটি অ্যামাজনে 45,34 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 37,344 টাকা ডিসকাউন্ট মিলছে। যদি আপনি অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে 1,360 টাকা ক্যাশব্যাক পাবেন৷
এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ক্রেতারা 800 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। মাসিক কিস্তি বা EMI অপশনে কিনলেও SBI কার্ডে 1,000 টাকা ছাড় মিলবে৷ হ্যান্ডসেটটি অ্যামাজনে সাদা ও কালো রঙে বিক্রি হচ্ছে৷ অফার যে কোনও সময় শেষ হতে পারে৷
Nothing Phone 3 এর মতো অভিনব ডিজাইনের ফোন বাজারে আর দু'টো নেই। ডিভাইসটির পিছনের অংশে 489টি মাইক্রো এলইডি লাইট নিয়ে গঠিত একটি ছোট্ট গোল ডিসপ্লে আছে, যার পোশাকি নাম গ্লিফ ম্যাট্রিক্স। স্পেসিফিকেশনের কথা বললে, ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে৷ এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত।
নাথিং ফোন 3 একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Nothing Phone 3 মডেলে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি জল এবং ধুলো থেকে IP68 স্তরের সুরক্ষা প্রদান করে৷ সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ডিভাইসটি পাঁচটি মেজর অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ পাবে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report
Apple Pay Reportedly Likely to Launch in India Soon; iPhone Maker Said to Be in Talks With Card Networks