Flipkart Diwali Sale 2025-এর সময় Nothing Phone 3a কেনা যাবে 20,999 টাকায়।
Nothing Phone 3a গ্লিফ ইন্টারফেস অফার করে
কালীপুজোর আগে নতুন ফোন চাই? বাজেট 20,000 থেকে 21,000 টাকার মধ্যে? তাহলে Flipkart Big Bang Diwai Sale 2025 আনতে চলেছে বড় সুযোগ। ফ্লিপকার্ট দিওয়ালি সেল শুরু হচ্ছে অক্টোবর 11, শনিবার। কিন্তু ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা আজ মধ্যরাত থেকেই (অক্টোবর 10) সেলের সমস্ত অফার অ্যাক্সেস করতে পারবে। স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট ইতিমধ্যেই বিগ ব্যাং দিওয়ালি সেলে বেশ কিছু স্মার্টফোনের লোভনীয় ডিল প্রকাশ করেছে, যার মধ্যে Nothing Phone 3a অন্যতম। চলুন জেনে নিই, ফোনটি কতটা সস্তায় বিক্রি হবে।
Nothing Phone 3a তাদের জন্য, যারা শুধু একটি সাধারণ স্মার্টফোন চান না। নাথিং-এর এই মডেলটি ইউনিক ডিজাইন ও ক্লিন সফটওয়্যার ইকোসিস্টেমের সৌজন্যে অন্যান্য ডিভাইসের থেকে অনেকটা আলাদা। ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকায় বিক্রি হবে। যেখানে মার্চ ভারতে লঞ্চ হওয়ার সময় এর দাম 24,999 টাকা ছিল। অর্থাৎ 4,000 টাকা সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি।
SBI ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সাধারণ কেনাকাটায় ও EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এছাড়াও, ক্রেতারা বিভিন্ন প্রোডাক্টে নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বেনিফিট, ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা পাবে। আপনার কাছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ক্যাশব্যাক ও রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন।
নাথিং ফোন 3a একটি 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ (1,080x2,392 পিক্সেল), ও 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। কোয়ালকমের Snapdragon 7s Gen 3 প্রসেসরে চলে এই ফোন। সর্বোচ্চ 12 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে সজ্জিত। এতে 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Nothing Phone 3a তিন বছর OS আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। ছবি ও ভিডিও তোলার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2x অপটিক্যাল, 4x ইন-সেন্সর এবং 30x ডিজিটাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সামনের ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
এছাড়াও, অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জলরোধী রেটিং, HDR10+ সাপোর্ট, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, স্টেরিও স্পিকার, গুগলের সার্কেল টু সার্চ, অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি 19 মিনিটে 50 শতাংশ ও 56 মিনিটে 100 শতাংশ বা সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন