Oppo A6 GT ও Oppo A6i উভয়ই 120 হার্টজ ডিসপ্লে সহ এসেছে
Photo Credit: Oppo
Oppo A6i এবং Oppo A6 GT চীনে আত্মপ্রকাশ করল। স্মার্টফোন দু'টির মধ্যে একটি নাম বদলে Oppo F সিরিজের অধীনে ভারতে আসতে পারে, যা আগামী সপ্তাহে লঞ্চ হবে। কোম্পানির লেটেস্ট মডেলগুলির মতো Oppo A6i ও Oppo A6 GT পাওয়ারফুল ব্যাটারি নিয়ে এসেছে। দুই ফোনে যথাক্রমে 6,000mAh ও 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo A6i-তে 120 হার্টজ LCD ডিসপ্লে, Dimensity 6300 প্রসেসর, ও 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে। অন্য দিকে, Oppo A6 GT আরও উন্নত ফিচার্স অফার করে। এটি Snapdragon 7 Gen 3 চিপসেট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OIS ক্যামেরা, , 80W ফাস্ট চার্জ সাপোর্ট, ডুয়াল স্পিকার, ও AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে।
Oppo A6i-এর দাম ভারতীয় মুদ্রায় 10,000 টাকারও কমে শুরু হচ্ছে। এর সামনে 6.67 ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720x1,280 পিক্সেল), এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দ্বারা চালিত। প্রসেসরটি 8 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি বর্তমান।
ছবি ও ভিডিও তোলার জন্য, এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। Oppo A6i চীনে 799 ইউয়ানে (প্রায় 9,900 টাকা) লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম। আর 8 জিবি + 128 জিবি ও 8 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 999 ইউয়ান (প্রায় 12,400 টাকা) ও 1,099 ইউয়ান (প্রায় 13,600 টাকা)।
Oppo A6 GT-এর সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (1,280x2,800 পিক্সেল), ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসরে রান করে। চিপটি 12 জিবি LPDDR4x র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি বর্তমান।
ছবি ও ভিডিও তোলার জন্য, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। এতে NFC, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, WiFi 6 রয়েছে।
Oppo A6 GT চীনে 1,699 ইউয়ানে (প্রায় 21,000 টাকা) লঞ্চ হয়েছে, যা 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম। অন্য দিকে, 12 জিবি + 256 জিবি ও 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 22,300 টাকা) এবং 2,099 ইউয়ান (প্রায় 26,000 টাকা)। এটি রক মিস্ট ব্লু, হোয়াইট, এবং পিঙ্ক কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.