Photo Credit: Realme
খুব শীঘ্রই আসন্ন সপ্তাহে ভারতে Realme 14X লঞ্চ করা হতে পারে। যদিও কোম্পানি এখনও কিছু জানাইনি, কিন্তু ইতিমধ্যেই এই সম্বন্ধিত কিছু তথ্য অনলাইনের দেখতে পাওয়া গিয়েছে।একটি নতুন রিপোর্টে Realme 14X হ্যান্ডসেটটির লঞ্চের সময়ের পাশাপাশি এটির RAM এবং স্টোরেজ বিকল্পগুলির তথ্যগুলি পাওয়া গিয়েছে।এই সমস্ত তথ্য থেকে হ্যান্ডসেটটির ব্যাটারী ক্যাপাসিটি এবং রঙের বিকল্প অনুমান করা যায়। মনে করা হচ্ছে ভারতে Realme 14X হ্যান্ডসেটটি, Realme 14 Pro এবং Realme 14 Pro+ হ্যান্ডসেটগুলির সাথে 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হবে।
91Mobile,এক অভ্যন্তরীণ সূত্রকে উল্লেখ করে একটি রিপোর্ট পেশ করেছে যে, Realme 14X-হ্যান্ডসেটটি ডিসেম্বরের প্রথমাংশে লঞ্চ হতে পারে। হ্যান্ডসেটটি ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো, এবং জুয়েল রেড রঙের সাথে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী এটি 6জিবি+128জিবি, 8জিবি+128জিবি, এবং 8জিবি+256জিবি RAM এবং স্টোরেজ কনফিগারেশন নিয়ে আসতে পারে।
তথ্যে বলা হয়েছে যে, হ্যান্ডসেটটিতে একটি 6,000mAh ব্যাটারী থাকতে পারে এবং এটির পিছনের অংশে একটি চৌকাকৃতি আকারের ক্যামেরা মডিউল থাকতে পারে। আশা করা যাচ্ছে হ্যান্ডসেটের আরো অন্যান্য বিবরণ আসন্ন দিনগুলিতে অনলাইনের মাধ্যমে জানা যাবে।
মনে করা হচ্ছে, Realme 14X হ্যান্ডসেটটি, চলতি মাসে ভারতে উন্মোচিত Realme 12X 5g-এর সাফল্যের পর আসতে চলেছে,কিন্তু দেখার বিষয় হল, কোম্পানি 13X-এর মডেল কখনো লঞ্চ করেনি। ভারতে 4জিবি+128জিবি বিকল্পটির দাম 11,999টাকা। হ্যান্ডসেটটির পিছনের মধ্যভাগে একটি বড়ো গোলাকৃতি রিয়ার ক্যামেরা মডিউল আছে, যেটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো-শুটার আছে।
ফোনটিতে 45W-এর SuperVOOC চার্জিং সমর্থিত একটি 5,000mAh-এর ব্যাটারি আছে। এটি একটি MediaTek Dimensity 6100+ SoC দ্বারা চালিত এবং এটিতে 8জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 128জিবির UFS 2.2 স্টোরেজ যুক্ত করা হয়েছে।
এর আগে একটি রিপোর্টে বলা হয়েছে, আসন্ন Realme 14 সিরিজের সাথে Realme 14 Pro lite মডেলটি যুক্ত হতে পারে, যেটি মডেল নম্বর RMX990। এটির RAM এবং স্টোরেজের বিকল্পগুলি প্রকাশ করা হয়েছে, 8জিবি+128জিবি, 8জিবি+256জিবি, 12জিবি+256জিবি, এবং 12জিবি+512জিবি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন