Realme 15x 5G সর্বোচ্চ মানের ওয়াটার রেজিস্ট্যান্স অফার করে
Photo Credit: Realme
Realme 15x 5G আজ, বুধবার নবমীতে ভারতে লঞ্চ হয়েছে। এই মিড-রেঞ্জ স্মার্টফোনে একঝাঁক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে। মুখ্য আকর্ষণের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা, IP69 Pro জলরোধী রেটিং, 144 হার্টজ ডিসপ্লে, এবং 60W ফাস্ট চার্জিং সহ 7,000mAh টাইটান ব্যাটারি। Realme 15x 5G পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে, কারণ এটি রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য বিশেষ ফিচারগুলি হল ক্রিস্টাল ওয়েভ ডিজাইন, 400 শতাংশ আলট্রা ভলিউম, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, পালস লাইট, ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং, ও 18 জিবি পর্যন্ত ডাইনামিক (ভার্চুয়াল) র্যাম।
Realme 15x 5G-এর দাম ভারতে 16,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। হ্যান্ডসেটটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা। এটি অ্যাকুয়া ব্লু, মেরিন ব্লু, এবং মেরুন রেড কালার অপশনে উপলব্ধ। ফোনটি এখন Flipkart এবং Realme India ই-স্টোরের মাধ্যমে কেনা যাচ্ছে। রিয়েলমি UPI, ক্রেডিট কার্ড, ও ডেবিট কার্ডে 1,000 টাকা ছাড় দিচ্ছে। সঙ্গে 6 মাসের নো-কস্ট EMI ও 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আছে।
রিয়েলমি 15এক্স 5G একটি 6.8 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, 260 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনটিতে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। র্যাম 18 জিবি (8 জিবি ফিজিক্যাল + 10 জিবি ডাইনামিক) পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে।
Realme 15x 5G ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে — 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 5P লেন্স। সামনে 50 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা উপস্থিত। সামনের ও পিছনের উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ডিং, ডুয়াল ভিউ ভিডিও, স্লো-মোশন, টাইম ল্যাপস, আন্ডারওয়াটার মোড, ও সিনেমাটিক শুটিং অফার করে। এতে এআই এডিট জেনি, এআই আলট্রা ক্ল্যারিটি 2.0, এআই ল্যান্ডস্কেপ, এআই মোশন ডিব্লারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা ও এডিটিং ফিচার্স আছে।
হ্যান্ডসেটটির ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি গোল পালস লাইট আছে, যা নোটিফিকেশনে আসলে জ্বলে উঠবে। এটি নয়টি রঙ ও পাঁচটি গ্লোয়িং মোড সাপোর্ট করে৷ ফোনটির 7,000mAh ব্যাটারি 60W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফুল চার্জে 57.7 ঘন্টা ফোন কল, 23.09 ঘন্টা ইউটিউব, এবং 11.7 ঘন্টা ভিডিও কল করতে দেবে। আবার 5 মিনিটের চার্জে ফোনে 5 ঘন্টা কথা বলা যাবে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে স্মার্ট টাচ, AI কল নয়েজ রিডাকশন, AI আউটডোর মোড, AI স্মার্ট সিগন্যাল অ্যাডজাস্টমেন্ট, সার্কেল টু সার্চ, অলওয়েজ অন ডিসপ্লে, মিনি ক্যাপসুল উল্লেখযোগ্য।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.