শুরু হয়েছে Realme Days Sale। 14 সেপ্টেম্বর পর্যন্ত Realme স্মার্টফোনে এই সেল চলবে। এই সেলে 8,999 টাকা থেকে পাওয়া যাবে Realme 2 Pro। অন্যদিকে 8,499 টাকা থেকে পাওয়া যাবে Realme 3।
Realme 5 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
বৃহস্পতিবার শুরু হয়েছে Realme Days Sale। এই সেলে সস্তা হয়েছে Realme 2 Pro আর Realme 3। এছাড়াও ওপেন সেলে বিক্রি শুরু হয়েছে Realme 5। 14 সেপ্টেম্বর পর্যন্ত Realme স্মার্টফোনে এই সেল চলবে। এই সেলে 8,999 টাকা থেকে পাওয়া যাবে Realme 2 Pro। অন্যদিকে 8,499 টাকা থেকে পাওয়া যাবে Realme 3। সেল চলাকালীন যখন খুশি কেনা যাবে Realme 5।
চলতি সেলে Realme 2 Pro ফোনে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বকিনতে 8,999 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে Realme 2 Pro এর দাম কমে হয়েছে 10,999 টাকা আর 12,999 টাকা। Flipkart থেকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme 2 Pro কিনলে অতিরিক্ত ছাড় মিলবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর ব্যাঙ্ক অফার।
অন্যদিকে 500 টাকা সস্তা হয়েছে Realme। এই ফোনের 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 8,499 টাকা। 10,400 টাকায় 4GB RAM + 64GB স্টোরেজে Realme 3 পাওয়া যাবে। 3GB RAM + 64GB স্টোরেজে Realme 3 এর দাম 9,499 টাকা। Flipkart থেকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme 3 কিনলে অতিরিক্ত ছাড় মিলবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর ব্যাঙ্ক অফার।
এর সাথেই সেল চলাকালীন ওপেন সেলে Realme 5 কেনা যাবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month