স্মার্টফোনে আবার দুর্দান্ত সেল নিয়ে এল Realme। শুরু হল Realme Festive Days Sale। 8 নভেম্বর পর্যন্ত এই সেলে সস্তা হয়েছে এন্ট্রি লেভেল Realme C2 থেকে শুরু করে পপ-আপ ক্যামেরার Realme X, সস্তা হয়েছে সব দামের Realme ফোন। 3,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই স্মার্টফোনগুলি। কোন ফোনে কত ছাড় পাওয়া যাচ্ছে? দেখে নিন।
1,000 টাকা সস্তা হয়েছে Realme C2। 5,999 টাকায় 2GB RAM + 32GB স্টোরেজে Realme C2 পাওয়া যাচ্ছে। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হবে। Realme 5 আর Realme X ফোনে 2,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
ফোন | ছাড় (টাকা) | নতুন দাম (টাকা) |
---|---|---|
Realme C2 (2GB + 32GB) | 1,000 | 5,999 |
Realme C2 (3GB + 32GB) | 1,000 | 6,999 |
Realme 3i (3GB + 32GB) | 500 | 7,499 |
Realme 3i (4GB + 64GB) | 500 | 9,499 |
Realme 3 (3GB + 32GB) | 1.000 | 7,999 |
Realme 3 (3GB + 64GB) | 1,000 | 8,999 |
Realme 3 (4GB + 64GB) | 1,000 | 9,999 |
Realme 5 (3GB + 32GB) | 1,000 | 8,999 |
Realme 5 (4GB + 128GB) | 1,000 | 10,999 |
Realme 3 Pro (4GB + 64GB) | 3,000 | 9,999 |
Realme 3 Pro (6GB + 64GB) | 3,000 | 11,999 |
Realme 3 Pro (6GB +128GB) | 3,000 | 12,999 |
সম্প্রতি লঞ্চ হওয়া Realme 5 Pro ফোনে মিলছে অন্তত 1,000 টাকা ছাড়। প্রিপেড ট্রানজেকশনে Realme X ফোনে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথেই থাকছে নো-কস্ট ইএমআই এর সুবিধা। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই সেলে নতুন Realme ফোন করলে অতিরিক্ত ছাড় দিচ্ছে চিনের কোম্পানিটি।
আরও পড়ুন:
লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন