Realme 5 ফোনের ক্যামেরায় আপডেট করে বাজারে এল Realme 5s। নতুন এই ফোনের পিছনে Realme 5 এর মতো চারটি ক্যামেরা থাকছে। তবে Realme 5s ফোনের ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5 ফোনে ছিল একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Realme 5s ফোনের ভিতরে থাকছে Snadragon 665 চিপসেট, 4GB RAM, 128GB পর্যন্ত স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি।
Realme 5s এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5s কিনতে 10,999 টাকা খরচ হবে।
29 নভেম্বর দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে Realme 5s বিক্রি শুরু হবে।
Realme 5s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Realme 5s ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Realme 5s ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5s এর ওজন 198 গ্রাম।
আরও পড়ুন:
নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro
10,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8? পড়ুন রিভিউ
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন