সোমবার Flipkart এ বিক্রি হবে Realme C1। Redmi 6A ফোনকে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে এই স্মার্টফোন। Realme C1 ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট আর বিশাল 4,230 mAh ব্যাটারি।
Photo Credit: Flipkart
লঞ্চের সময় ভারতে Realme C1 ফোনের দাম ছিল 6,999 টাকা
সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Realme C1। একই ইভেন্টে লঞ্চ হয়েছিল Realme 2 Pro। শুধুমাত্র Flipkart থেকেই এই দুটি স্মার্টফোন কেনা যায়। সোমবার Flipkart এ বিক্রি হবে Realme C1। Redmi 6A ফোনকে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে এই স্মার্টফোন। Realme C1 ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট আর বিশাল 4,230 mAh ব্যাটারি। ডিসপ্লের উপরে কালো নচ এই ফোনকে প্রিমিয়াম লুক দিয়েছে।
Realme C1 এর দাম
লঞ্চের সময় ভারতে Realme C1 ফোনের দাম ছিল 6,999 টাকা। সম্প্রতি এক হাজার টাকা দাম বেড়ে Realme C1 কিনতে খরচ হবে 7,999 টাকা।
Realme C1 স্পেসিফিকেশান
Realme C1 এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। Realme C1 এর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।
ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications