Photo Credit: Realme
Realme 14 Pro+ 5G বিকানের পার্পল, পার্ল হোয়াইট এবং সোয়েড গ্রে শেডে আসে
Realme 14 Pro+ 5G, ভারতে জানুয়ারি মাসে Realme 14 Pro 5G-এর সাথে লঞ্চ হয়েছিল। সেই সময় ফোনটি 8জিবি+128জিবি, 8জিবি+256জিবি এবং 12জিবি+256জিবি এই তিনটি RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে এসেছিল। কোম্পানি বর্তমানে ব্যবহারকারীদের 512জিবি বিকল্পটি উন্মোচন করে আরো একটি নতুন বিকল্প দিতে চলেছে। Realme 14 Pro+ 5G, Snapdragon 7s Gen 3 SoC, একটি 6000mAh ব্যাটারী এবং পেরিস্কোপ শুটার যুক্ত একটি 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে এসেছে।
একটি সাংবাদিক বৈঠকে কোম্পানী জানিয়েছে যে, নতুন 12জিবি+512জিবি বিকল্পের Realme 14 Pro+ 5G-এর দাম 37,999 টাকা। এটি পার্ল-হোয়াইট এবং সুয়েড-গ্রে রঙের বিকল্পে পাওয়া যাবে। দেশের বাজারে নতুন এই স্টোরেজ বিকল্পটি 6ই মার্চ থেকে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর এবং কিছু বাছাই করা খুচরো দোকানের মাধ্যমে বিক্রি করা হবে। গ্রাহকরা বিক্রয়ের প্রথম দিন হ্যান্ডসেটটিকে 3000 টাকা ছাড়ের মাধ্যমে কিনতে পারবে।
ভারতে Realme 14 Pro+ 5G-এর 8জিবি+128জিবির দাম 29,999টাকা, সেখানে 8জিবি+256জিবি এবং 12জিবি+245জিবি বিকল্পগুলি দাম যথাক্রমে 31,999 টাকা এবং 34,999 টাকা। ফোনটি পার্ল-হোয়াইট এবং সুয়েড-গ্রে রঙের বিকল্পের পাশাপাশি একটি অতিরিক্ত বিকানের-পার্পল রঙের বিকল্প প্রদান করে।
Realme 14 Pro+ 5G-ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.83 ইঞ্চির 1.5K (1272×2800 পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যার PWM ডিমিং 3840Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 1,500নিট এবং এটিতে কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা দেওয়া আছে। ফোনটি 12জিবি RAM এবং 512জিবি অনবোর্ড স্টোরেজের সাথে 4nm অক্টাকোর Snapdragon 7s Gen 3 SoC দ্বারা সজ্জিত।এটি Android 15-ভিত্তিক Realme One UI 6.0 দ্বারা চালিত।
ক্যামেরার বিভাগে হ্যান্ডসেটটিতে OIS এবং f/1.88 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেলের 1/1.56 ইঞ্চির Sony IMX896 এর প্রধান রিয়ার সেন্সর আছে। পাশাপাশি এটিতে একটি 8- মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড শুটার এবং 3x অপটিক্যাল ও 6x লসলেস্ জুম সমৃদ্ধ একটি 50-মেগাপিক্সেলের Sony IMX882 পেরিস্কোপ ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এটিতে একটি 32-মেগাপিক্সেলের সেন্সর আছে।
হ্যান্ডসেটটি 80W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh ব্যাটারী দ্বারা চালিত। নিরাপত্তার জন্য ফোনটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি জল এবং ধূলো প্রতিরোধের জন্য মিলিতভাবে IP66+ IP68+ IP69-রেটিংগুলি থাকার দাবি করেছে। এটি 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, GPS,GLONASS,Galileo, BeiDou, QZSS এবং USB Type-C-পোর্টের সংযোগ ব্যবস্থাকে সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন