Photo Credit: Samsung
Samsung কোম্পানী তাদের নিজস্ব দেশের বাজারে লঞ্চ করেছে Samsung Galaxy Quantum5। এই ফোনটি Galaxy A55 এর উন্নতসংস্করণ হিসেবে উপস্থাপিত হয়েছে। ফোনটিতে AI বৈশিষ্ট্য এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির নিরাপত্তা যুক্ত করা হয়েছে। নতুন ফোনটি মেটাল ফ্ল্যাট ফ্রেম সহ তিনটি রঙের বিকল্পে উপলব্ধ।দক্ষিণ কোরিয়ার টেলিকম ক্যারিয়ার SK Telecom-এর সাথে মিলিতভাবে তৈরি এই হ্যান্ডসেটটিতে নিরাপত্তার উন্নতিকরণের জন্য একটি কোয়ানন্টাম র্যান্ডম নাম্বার জেনারেটর (QRNG) চিপ যুক্ত করা হয়েছে। এই নতুন স্মার্টফোনটি তিনটি রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত। এছাড়াও ফোনটি একটি 5000 mAh ব্যাটারী দ্বারা চালিত।
কোম্পানীর এই নতুন হ্যান্ডসেটটির দাম ভারতীয় মূল্যে প্রায় 38,700 টাকা (KRW 6,18,200)। দক্ষিণ কোরিয়ার বাজারে এটি অসাধারণ আইসব্লু, নেভি এবং লিলাক রঙের বিকল্পে উপলব্ধ।
Samsung Galaxy Quantum5 ফোনটি অ্যানড্রয়েড 14 দ্বারা চালিত। Samsung Galaxy A55-এর মতো এই নতুন হ্যান্ডসেটটিতেও 2.75GHz ক্লকস্পিড সহ একটি অক্টাকোর চিপসেট আছে। সম্ভবত এটিতে Exynos 1480 SoC নির্মাণ করা আছে।
হ্যান্ডসেটটিতে 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজ বর্তমান। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত স্টোরেজটি বাড়ানো যাবে।
ফোনটিতে উপস্থিত তথ্যগুলির নিরাপত্তার ব্যাবস্থাকে উন্নতকরার জন্য কোয়ানন্টাম র্যান্ডম সংখ্যা জেনারেটার (QRNG) চিপ অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন ফোনটি দক্ষিণ কোরিয়ার SKTelecom এবং আইডি কোয়ান্টিকের সহযোগিতায় তৈরী করা হয়েছে।
মেটাল ফ্ল্যাটফ্রেম দ্বারা সজ্জিত ফোনটিতে 120Hz রিফ্রেসরেট সহ একটি 6.6 ইঞ্চি ফুলHD+
( 1,080× 2,340) সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। ফোনের স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস+ প্রোটেকশন দ্বারা নির্মিত।
হ্যান্ডসেটটিতে তিনটি রিয়ার ক্যামেরা আছে। যার মধ্যে প্রধান একটি OIS বৈশিষ্ট্য সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা,একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে । ফোনটির সামনের অংশে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
হ্যান্ডসেটটিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যেমন - Circle to Search, যেটির দ্বারা ব্যবহারকারীরা বৃত্ত অঙ্কিত করে কোনো বিষয়, বা লেখা অনুসন্ধান করে ফল পাবে।
ডুয়াল সিমকার্ড যুক্ত এই নতুন স্মার্টফোনটিতে সংযোগের ক্ষেত্রে ব্লুটুথ 5.3, GPS, একটি 3.5mm হেডফোনের জ্যাক, Glonass, Beidou, Galileo, QZSS, NFC, এবং একটি USB Type-C পোর্ট অন্তর্ভূক্ত করা হয়েছে।
এছাড়াও এটিতে লাইট সেন্সর, অ্যাক্সিলেরোমিটার, জাইরোসেন্সর, জিওম্যাগনেটিকসেন্সর, ভার্চুয়াল প্রক্সিমিটিসেন্সর এবং হলসেন্সর, একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ফোনটিতে Samsung-এর Knox Vault নিরাপত্তার বৈশিষ্ট্যটি যুক্ত করা আছে। এছাড়াও ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP67 রেটিং নির্মাণ করা হয়েছে।
হ্যান্ডসেটটি 25W এর দ্রুত চার্জিং সমর্থনের সাথে একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত। ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 28ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখার সময় প্রদান করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন