Galaxy M এর একাধিক স্মার্টফোনে দুর্দান্ত ছাড় নিয়ে এল Samsung। এই সেলে সস্তা হয়েছে Galaxy M10, Galaxy M20 আর Galaxy M30 । Amazon.in থেকে ফোনগুলি কেনা যাবে। স্মার্টফোনের দামে ছাড়ের উপরেই থাকছে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় আর টেলিকম সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ ছাড়। Galaxy M40 ফোনের দাম না কমলেও অন্য অফারগুলি এই ফোনে প্রযোজ্য হবে। সম্প্রতি নতুন ককটেল অরেঞ্জ রঙে বিক্রি শুরু হয়েছে Galaxy M40।
Galaxy M30 ফোনে 1,000 টাকা ছাড় দিচ্ছে Amazon। 14,990 টাকার পরিবর্তে 13,990 টাকায় পাওয়া যাবে এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 16,990 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy M30 ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর পুরন স্মার্টফোন এক্সচেঞ্জে 7,800 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও ICICI ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে 1,500 টাকা ছাড়।
1,000 টাকা সস্তা হয়ে 9,990 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy M20 ফোনের 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনের 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের খরচ 11,990 টাকা। এই ফোনের সাথেও থাকছে 7,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার আর ICICI ব্যাক ক্রেডিট আর ডেবিট কার্ড গ্রাহকদের জন্য অতিরিক্ত 1,500 টাকা ছাড়। এই সেলে সস্তা হয়েছে Galaxy M10 ফোন। 8,990 টাকার পরিবর্তে 7,990 টাকায় পাওয়া যাচ্ছে Galaxy M10 ফোনের বেস ভেরিয়েন্ট।
এছাড়াও 19,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy M40। শুধুমাত্র 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। Galaxy M40 ফোনের সাথে থাকছে 7,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে নো কস্ট ইএমআই আর ICICI ব্যাঙ্ক ক্রেডিট আর ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে 1,500 টাকা ছাড়। একই সাথে ককটেল অরেঞ্জ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন