ফোন লঞ্চ করলেও Aquos R2 Compactফোনের দাম জানায়নি Sharp। জানুয়ারি মাসে জাপানে এই ফোন বিক্রি শুরু হবে। Sharp Aquos R2 Compactফোনে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে ফোনের সামনে ও পিছনে একটি করে ক্যামেরা থাকছে।
Sharp Aquos R2 Compact ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ
লঞ্চ হল Sharp Aquos R2 Compact। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের উপরে ও নীচে একটি করে ডিসপ্লে নচ। এতদিন সব ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছে। এই প্রথম কোন ফোনের উপরে ও নীচে দুটি নচ দেখা গেল। আপাতত জাপানে লঞ্চ হয়েছে Sharp Aquos R2 Compact। Aquos R2 Compact ফোনের ভিতরে রয়েছে Sanpdragon 845 চিপসেট, 5.2 ইঞ্চি ডিসপ্লে আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
ফোন লঞ্চ করলেও Aquos R2 Compactফোনের দাম জানায়নি Sharp। জানুয়ারি মাসে জাপানে এই ফোন বিক্রি শুরু হবে। Sharp Aquos R2 Compactফোনে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে ফোনের সামনে ও পিছনে একটি করে ক্যামেরা থাকছে।
Sharp Aquos R2 Compact ফোনে রয়েছে 5.2 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Aquos R2 Compact ফোনের পিছনে রয়েছে একটি 22.6 MP f/1.9 অ্যাপারচার রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Sharp Aquos R2 Compact ফোনে রয়েছে 4G VoLTE, GPS, GLONASS, Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে একটি 2,500 mAh ব্যাটারি থাকবে। Aquos R2 Compact এর ওজন 135 গ্রাম। রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series