আবার আসতে পারে একটি নতুন ফ্লিপ সমৃদ্ধ ফোন -Tecno Phantom V flip 2

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 2 সেপ্টেম্বর 2024 13:53 IST
হাইলাইট
  • Tecno Phantom V Flip 2 ফোনটি একটি 6.9-ইঞ্চি প্রধান ডিসপ্লে দ্বারা সজ্জি
  • এটি অ্যান্ড্রয়েড 14 দ্বারা চালিত হতে পারে।
  • Tecno Phantom V flip 2 হ্যান্ডসেটটিতে Tecno Phantom V flip ফোনটির মতো এ

টেকনো কোম্পানী খুব শীঘ্রই লঞ্চ করতে পারে তাদের একটু নতুন ওল্টানো (flip) বৈশিষট্য সম্পন্ন 5g সমৃদ্ধ স্মার্টফোন- Tecno Phantom V flip 2 5g। ট্রান্সশন হোল্ডিংসের অন্তর্গত এই কোম্পানিটি এখনো পর্যন্ত তাদের নতুন ফোনটির সম্বন্ধিত কোনো তথ্য বা লঞ্চের তারিখ প্রকাশ করেননি। 

কিন্তু একজন টিপস্টার এই ফোনটির কিছু বৈশিষ্ট্য এবং দাম প্রকাশ করেছে। বিগত বছরের বাজারে টেকনো কোম্পানীর এক অন্যতম সাশ্রয়ী ফোন ছিল Techno V flip, সেই ফোনের সুখ্যাতির পর,তার উত্তরসূরি হিসেবে আসতে চলেছে Tecno Phantom V flip 2 হ্যান্ডসেটটি । ফোনটি MediaTek ডাইমেনসিটি চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটিতে 64 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।

ভারতে Tecno Phantom V flip 2 এর মূল্য (ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে):

টিপস্টার পারস গুগলানি (@passionategeekz) X এর মাধ্যমে Tecno Phantom V flip 2 -5g ফোনটির কিছু বৈশিষ্ট্য এবং দাম সর্ম্পকে বিশেষ পরামর্শ দিয়েছেন।
তার মতে ভারতে ফোনটি 55,000 টাকা থেকে 60,000 টাকার এর মধ্যে উপলব্ধ হতে পারে। গ্রাহকরা এটি ধূসর এবং সবুজ রঙের বিকল্পে পাবেন।

অন্যদিকে তুলনা করার জন্য বলা যেতেই পারে যে, Techno কোম্পানীর 5g সমৃদ্ধ ফোনটি 8জিবি RAM+256জিবি স্টোরেজের বিকল্পে 54,999 টাকায় উপলব্ধ করা হতে পারে। গ্রাহকরা
এটি কালো এবং মিস্টিক ডোয়ান রঙের বিকল্পে পাবেন।

Techo Phantom V flip 2 5g ফোনটির বৈশিষ্ট্য   স্পেসিফিকেশন:

অনুমান করা যাচ্ছে যে,Tecno Phantom V Flip 2 হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 দ্বারা চালিত হতে পারে। এটি Tecno Phantom V flip ফোনটির মিডিয়াটেক 8050 SoC এর উন্নতমানের সংস্করণ অক্টাকোর মিডিয়াটেক 8020 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

স্মার্টফোনটিতে 1080×2,640 পিক্সেল সহ একটু 6.9-ইঞ্চি ফুল-এইচডি+  প্রধান AMOLED ডিসপ্লে থাকার কথা বলা হয়েছে এবং এটি 1.32-ইঞ্চি কভার ডিসপ্লে সমৃদ্ধ হতে পারে। যেটির রেজোলিউশন 466x466 পিক্সেল।

অনুমান করা হচ্ছে যে,এটি Tecno Phantom V flip ফোনটির মতো এটিও একই ক্যামেরার বিন্যাসে সজ্জিত হবে।যেমন ফোনটির বাইরের অংশটি 64 মেগাপিক্সেলের সমন্বয়ে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে।এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেল সমৃদ্ধ ক্যামেরা বহন করতে পারে।

বিগত বছরের ফোনটির মতো এই হ্যান্ডসেটটিও 4000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে। ফোনটি মুখমণ্ডলের ছবি এবং আঙুলের সাহায্য ব্যাবহার করে খোলার (আনলক) করার সুবিধা পাওয়া যাবে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8 সিরিজের প্রথম টিজার প্রকাশ্যে, 50MP ও 200MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে পারে
  2. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 12000mAh ব্যাটারি সহ Redmi Pad 2 Pro 5G জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে
  3. Oppo Find X9 Ultra: ছাব্বিশে মহা চমক, Oppo লঞ্চ করবে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন?
  4. স্মার্টফোন সেলে মেগা অফার, 3,000 টাকা ডিসকাউন্ট 7,400mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের অনবদ্য ফোনে
  5. আইফোনের মতো দেখতে Oppo Reno 15 Series 5G শীঘ্রই ভারতে আসছে, প্রকাশ্যে ফার্স্ট লুক, থাকবে 200MP ক্যামেরা
  6. Xiaomi 17 Ultra: বড়দিনে বিরাট চমক, বিশ্বসেরা ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ স্মার্টফোন আনছে শাওমি
  7. Vivo জানুয়ারি মাসে তিন দুর্দান্ত স্মার্টফোন ভারতে আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  8. 108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন
  9. 6,800mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 200MP ক্যামেরা সহ আসছে নয়া Xiaomi স্মার্টফোন
  10. Vivo X200T স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, ফাঁস হওয়া ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.