Trump Mobile এর T1 ফোন 6.86 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120hz রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ও 5,000mAh ব্যাটারি অফার করে।
Photo Credit: Trump Mobile
T1 ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচয় শুধুমাত্র প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ নেই। তুখোড় রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সুপ্রতিষ্ঠিত শিল্পপতি তিনি। বিশ্বজুড়ে রিয়েল এস্টেটের ব্যবসা তাঁর। এবার আশ্চর্যজনক ভাবেই স্মার্টফোন মার্কেটে প্রবেশের ঘোষণা করল ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। Trump Mobile নামে নতুন সেলুলার পরিষেবা এবং T1 নামে একটি নতুন সোনালী রঙের ফোন লঞ্চ করেছে ট্রাম্পের পরিবার। Trump T1 সেপ্টেম্বরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তবে, এখন থেকেই কোম্পানি অনলাইনে প্রি-অর্ডার চালু করছে। T1 অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে, 6.8 ইঞ্চি AMOLED স্ক্রিন অফার করবে ও 5,000mAh ব্যাটারির সাথে বিক্রি হবে বলে জানা গিয়েছে।
ট্রাম্প মোবাইল হলো ট্রাম্প অর্গানাইজেশনের একটি নিজস্ব মোবাইল নেটওয়ার্ক। সংস্থাটি "দ্য 47 প্ল্যান" নামে একটাই প্ল্যান অফার করবে, যা প্রথাগত টেলিকম কোম্পানিদের বিকল্প হিসেবে হাজির করা হচ্ছে। তবে, এটি একটি MVNO (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) পরিষেবা। এটি গ্রাহকদের কভারেজ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের AT&T, Verizon এবং T-Mobile এর নেটওয়ার্কের উপর নির্ভর করে।
ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে T1 ফোন (মডেল - 8002) প্রি-অর্ডারের জন্য লিস্টিং হয়েছে। আর দাম 499 ডলার (প্রায় 42,000 টাকা)। যে কেউ ফোনটা রিজার্ভ করতে 100 ডলার জমা দিতে পারেন। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে T1 ফোনটি 2025 সালের সেপ্টেম্বরে পাওয়া যাবে। লিস্টিং থেকে ডিভাইসটির ডিজাইন ও কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। সোনালী রঙের Trump T1 স্মার্টফোনের সামনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.8 ইঞ্চি পাঞ্চ-হোল AMOLED স্ক্রিন রয়েছে। এটির ব্যাটারি 5,000mAh এবং 20W চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
লঞ্চের সময় ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। T1 ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং দুটি 2 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 12GB RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজ থাকছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং AI-ভিত্তিক ফেস আনলক ফিচার সমর্থন করবে। 3.5 মিমি অডিও জ্যাক এবং USB টাইপ-সি পোর্টও পাওয়া যাবে।
ট্রাম্প মোবাইলের 'দ্য 47 প্ল্যান' আনলিমিটেড টকটাইম, টেক্সট এবং ডেটা অফার করছে। এই প্ল্যানের জন্য প্রতি মাসে খরচ হবে 47.50 ডলার (প্রায় 4,000 টাকা)। এটি 20 জিবি এফইউপি সহ 5G কভারেজ প্রদান করে। আবার 100টি দেশে বিনামূল্যে আন্তর্জাতিক কলিং করা যাবে। সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যরা বিনামূল্যে আন্তর্জাতিক টেক্সটিং, ছাড়যুক্ত আন্তর্জাতিক কলিং এবং গ্লোবাল কভারেজের সুবিধা পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Jujutsu Kaisen Season 3 OTT Release: Know When and Where to Watch the Culling Game Arc
Jurassic World: Rebirth OTT Release: Know When, Where to Watch the Scarlett Johansson-Starrer
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film