Vivo S30 সিরিজের স্মার্টফোনগুলিতে থাকবে 6,500mAh ব্যাটারি
Photo Credit: Vivo
চলতি মাসের শেষে চীনে Vivo S30 সিরিজটি উন্মোচিত হতে চলেছে। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি কোম্পানি আসন্ন হ্যান্ডসেটটির ডিজাইন এবং রঙের বিকল্প প্রকাশ করেছে। এছাড়াও ফোনটির কিছু মূল বৈশিষ্ট্য সম্পর্কেও জানানো হয়েছে। Vivo S30 সিরিজের লাইনআপটিতে দুটি বিকল্প থাকবে, যার মধ্যে একটি বেস Vivo S30 এবং অন্যটি Vivo S30 Pro Mini। এছাড়াও শোনা যাচ্ছে যে, নতুন স্মার্টফোনটির সাথে Vivo Pad 5 ট্যাবলেট, Vivo TWS Air 3 ইয়ারফোন এবং একটি অন্তর্ভুক্ত কেবল সহ নতুন পাওয়ার ব্যাংক লঞ্চ হতে পারে।Vivo S30, S30 Pro Mini-এর সাথে লঞ্চ হতে চলেছে Vivo Pad 5, Vivo TWS Air 3 এবং আরো অনেক কিছু,Vivo-কোম্পানি একটি Weibo পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, Vivo S30 সিরিজটি Vivo S30 এবং Vivo S30 Pro Mini বিকল্পের সাথে আগামী 29 সে মে স্থানীয় সময় সন্ধ্যে 7 টায় চীনের বাজারে লঞ্চ হতে চলেছে ( ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:30)। বর্তমানে চীনের বাজারে হ্যান্ডসেট দুটি অফিশিয়াল ভিভো ওয়েবসাইট এবং অন্যান্য ই-কমার্স সাইটে প্রী-বুকিং করা যাচ্ছে।
আসন্ন S30 সিরিজের হ্যান্ডসেটগুলির অফিসিয়াল ল্যান্ডিং পেজে দেখা যাচ্ছে যে, বেস Vivo S30 ফোনটি কোকো ব্ল্যাক, লেমন ইয়েলো, মিন্ট গ্রিন এবং পিচ পাউডার রঙের বিকল্পে পাওয়া যাবে। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের Sony পেরিস্কোপ টেলিফোটো শুটার থাকবে। এছাড়াও ফোনটি Snapdragon 7 Gen 4 SoC দ্বারা চালিত হবে।
অন্যদিকে Vivo S30 Pro Mini বিকল্পটি ভ্যানিলা সংস্করণের মতো একই কোকো ব্ল্যাক, লেমন ইয়েলো, মিন্ট গ্রিন রঙের সাথে আসবে, শুধু এটির সাথে একটি কুলবেরি পাউডার রঙের বিকল্প যুক্ত হবে। স্মার্টফোনটিতে একটি 6.31 ইঞ্চির কম্প্যাক্ট ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে।
পূর্বে Vivo কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছিল যে, Vivo S30 স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। উভয় হ্যান্ডসেটেই 6,500mAh ব্যাটারী আছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে দুটি মডেলেই এভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে মিডল ফ্রেম তৈরি করা হয়েছে।
এছাড়াও Vivo কোম্পানি জানিয়েছে যে, আগামী 29সে মে চীনে Vivo S30 সিরিজটির পাশাপাশি MediaTek Dimensity 9300+ চিপসেটের সাথে Vivo Pad 5 ট্যাবলেট লঞ্চ করা হবে। পাশাপাশি এগুলির সাথে একটি Vivo TWS Air 3 ইয়ারফোন উন্মোচিত হবে, যেটি 45 ঘণ্টা পর্যন্ত ব্যাটারী লাইফের দাবি করে। এক একটি ইয়ারবাডের ওজন 3.6 গ্রাম। এছাড়াও কোম্পানি অন্তর্ভুক্ত কেবল সহ একটি 33W পাওয়ার ব্যাংক উন্মোচন করবে।
একটি Weibo পোস্টে টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ( চিনা ভাষা থেকে অনুবাদিত) জানিয়েছে যে, Vivo S30 Pro Mini ফোনটি সম্ভবত MediaTek Dimensity 9300+ অথবা MediaTek Dimensity 9400e SoC দ্বারা চালিত হবে। এছাড়াও আগে টিপ করা হয়েছিল যে, হ্যান্ডসেটটি তারবিহীন এবং 100W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.