Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর থাকছে 6GB RAM। Vivo V15 Pro এর মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা।
 
                Vivo V15 এর দাম 23,990 টাকা
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15। সোমবার ভারতে এই ফোনের প্রি-অর্ডার শুরু হল। Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর থাকছে 6GB RAM। Vivo V15 Pro এর মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা।
ভারতে Vivo V15 এর দাম 23,990 টাকা। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। সোমবার থেকে Vivo V15 প্রি-অর্ডার শুরু হল। 1 এপ্রিল শুরু হবে বিক্রি। Vivo India e-store, Amazon.in, Flipkart, Paytm Mall, Tata CLiQ ওয়েবসাইটে V15 প্রি-অর্ডার করা যাচ্ছে।
Vivo V15 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 9 স্কিন। থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। পপ আপ সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Vivo V15 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB সাথে OTG আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি, সাথে থাকছে কম্পানির নিজস্ব ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                            
                                WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                        
                     Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                            
                                Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                        
                     Realme GT 8 Pro India Launch Date Tipped After Company Confirms November Debut
                            
                            
                                Realme GT 8 Pro India Launch Date Tipped After Company Confirms November Debut
                            
                        
                     iPhone 17 Series, iPhone Air Join Apple’s Self Service Repair Programme Across US, Canada and Europe
                            
                            
                                iPhone 17 Series, iPhone Air Join Apple’s Self Service Repair Programme Across US, Canada and Europe