Vivo V15 Pro 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
Vivo V15 Pro এর দাম 28,990 টাকা
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। বুধবার মধ্যরাতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। Amazon.in, Flipkart, Paytm Mall আর Vivo অনলাইন স্টোরে শুরু হয়েছে বিক্রি। Vivo V15 Pro ফোনে থাকছে 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
Amazon.in, Flipkart, Paytm Mall আর Vivo অনলাইন স্টোর থেকে কেনা যাবে Vivo V15 Pro। Vivo V15 Pro এর দাম 28,990 টাকা। বুধবার মধ্যরাতে শুরু হয়েছে বিক্রি।
Vivo V15 Pro 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
Vivo V15 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিজারে দেখা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্টার। কোয়াড পিক্সেল টেকনোলজির মাধ্যমে কম আলোতেও Vivo V15 Pro ফোনের ক্যামেরায় দারুন ছবি তোলা যাবে। সাথে থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket
Aaromaley Now Streaming on JioHotstar: Everything You Need to Know About This Tamil Romantic-Comedy
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging